বৃহস্পতিবার ● ১৫ জুন ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » পাইকগাছায় গণশুনানী উপলক্ষে দুদকের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পাইকগাছায় গণশুনানী উপলক্ষে দুদকের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় দূর্নীতি দমন কমিশনের গণশুনানী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, দূর্নীতি দমন কমিশন খুলনার উপ-পরিচালক মোহাম্মদ আবুল হোসেন। উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী, দুদকের উপ-সহকারী পরিচালক ফয়সাল কাদের, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ, ওসি (অপারেশন) প্রবীন চক্রবর্তী, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ্যাডঃ শেখ লোকমান হোসেন, সাধারণ সম্পাদক জিএমএম আজাহারুল ইসলাম, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, হরে কৃষ্ণ দাশ, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার হাওলাদার ফজলুর রহমান, সাংবাদিক ও দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ আব্দুল আজিজ, øেহেন্দু বিকাশ, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এন ইসলাম সাগর, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম কবির হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, প্রকৌশলী আবু সাঈদ, হিসাব রক্ষণ কর্মকর্তা মুজিবর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুব্রত কুমার দত্ত, উপ-সহকারী প্রকৌশলী আকবর আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফুজ্জামান, আনসার ও ভিডিপি’র প্রশিক্ষক আলতাফ হোসেন, মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, নিজাম উদ্দীন, হিরন্ময় রায়, জামিনুর ইসলাম ও পারুল রানী মন্ডল। সভায় আগামী ৫ জুলাই দূর্নীতি দমন কমিশন কর্তৃক আয়োজিত গণশুনানী সফল করতে ব্যাপক প্রচার-প্রচারণার সিদ্ধান্ত গৃহিত হয়।