মঙ্গলবার ● ২০ জুন ২০১৭
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছার জরাজীর্ণ আদালত ভবনের কথা সংসদে উত্থাপন; এমপি নূরুল হককে আইনজীবী সমিতির অভিনন্দন
পাইকগাছার জরাজীর্ণ আদালত ভবনের কথা সংসদে উত্থাপন; এমপি নূরুল হককে আইনজীবী সমিতির অভিনন্দন
এস ডব্লিউ নিউজ ॥
জাতীয় সংসদে পাইকগাছার জরাজীর্ণ আদালতের কথা তুলে ধরে নতুন ভবন নির্মাণের দাবী জানিয়েছেন পাইকগাছা-কয়রা’র সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক। তিনি গত রোববার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেটের উপর ১৯ মিনিটের বক্তব্য রাখেন। এ সময় তিনি নির্বাচিত এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরার পাশাপাশি পাইকগাছার জরাজীর্ণ আদালত ভবনের বিষয়টি সংসদে উত্থাপন করার মাধ্যমে জরাজীর্ণ ভবন সংস্কার ও নতুন ভবন নির্মাণের দাবী জানান।
উল্লেখ্য, ১৯৮৩-৮৪ সালের দিকে নির্মিত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী জজ আদালত ভবন দীর্ঘদিন সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। ঝুকিপূর্ণ ভবনে চলছে বিচারিক কার্যক্রম। ভবনের ছাদের অংশবিশেষ ধ্বসে পড়ে বিভিন্ন সময় দূর্ঘটনা ঘটছে। বিষয়টি সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে দৃষ্টিগোচর হয় স্থানীয় সংসদ সদস্যের। নতুন ভবন নির্মাণের ব্যাপারে স্থানীয় আইনজীবী সমিতি কর্তৃপক্ষ সংসদ সদস্য সহ সংশ্লিষ্ট মন্ত্রাণালয়ে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে আদালতের জরাজীর্ণতার কথা সংসদে উত্থাপন করায় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হককে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন পাইকগাছা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, আইনজীবী সমিতির সভাপতি পঙ্কজ কুমার ধর, সহ-সভাপতি অজিত কুমার মন্ডল, আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শেখ তৈয়ব হোসেন নূর, জিএ সবুর, শেখ লোকমান হোসেন, সমীর কুমার বিশ্বাস, বিপ্লব কান্তি মন্ডল, যুগ্ম-সাধারণ সম্পাদক অনাদি কৃষ্ণ মন্ডল, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক অজিত কুমার সরকার, শফিকুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাইদুর রহমান মিঠু, লাইব্রেরী সম্পাদক শিবুপ্রসাদ সরকার, পরিমল চন্দ্র সরকার, আব্দুল মজিদ গাজী ও আব্দুল খালেক।