মঙ্গলবার ● ২০ জুন ২০১৭
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় নালিশী সম্পত্তির উপর পৌরসভার নিয়মনীতি উপেক্ষা করে পাকা বিল্ডিং নির্মাণের অভিযোগ
পাইকগাছায় নালিশী সম্পত্তির উপর পৌরসভার নিয়মনীতি উপেক্ষা করে পাকা বিল্ডিং নির্মাণের অভিযোগ
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় হিন্দু পরিবারের নালিশী সম্পত্তি ও প্রাচীরের উপর পৌরসভার প্লান ও নিয়মনীতি উপেক্ষা করে পাকা বিল্ডিং নির্মাণ করার অভিযোগে মেয়র ও ওসি বরাবর পৃথক অভিযোগ হয়েছে। এ ব্যাপারে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগে সুপারিশ করেছে স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক ও পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে, পৌরসভার ৫নং ওয়ার্ড সরল গ্রামের মৃত অমূল্য কৃষ্ণ মন্ডলের ছেলে অধীর কুমার মন্ডল ও রামপ্রসাদ মন্ডলের বাতিখালী মৌজাস্থ বসতবাড়ীর নালিশী সম্পত্তি ও নিজেদের প্রাচীরের উপর প্রতিবেশী প্রতিপক্ষ শওকত আলীর পরিবার পৌরসভার প্লান ও নিয়মনীতি উপেক্ষা করে জোরপূর্বক পাকা বিল্ডিং নির্মাণ করছেন। এ ব্যাপারে অধীর গংদের পক্ষ থেকে গত সোমবার পৌর মেয়র ও থানার ওসি বরাবর পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়। এরআগেও প্রতিপক্ষদের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ করা হয়।