বুধবার ● ২১ জুন ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » পাইকগাছায় ইংল্যান্ডের ইস্ট এঞ্জেলা ইউনিভার্সিটির প্রতিনিধি কে লউ এর মতবিনিময়
পাইকগাছায় ইংল্যান্ডের ইস্ট এঞ্জেলা ইউনিভার্সিটির প্রতিনিধি কে লউ এর মতবিনিময়
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় স্থানীয় সরকার ব্যবস্থা ও শরীক কর্মসূচির কার্যক্রমের উপর স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন ইংল্যান্ডের ইস্ট এঞ্জেলা ইউনিভার্সিটির প্রতিনিধি কে লউ। তিনি বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী ও ইউএনও মোঃ ফকরুল হাসানের সাথে মতবিনিময় করেন। এরপর তিনি গদাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ এবং কমিউনিটি লেভেলের সুবিধা বঞ্চিত সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শরীক প্রকল্পের এ,কে,এম ফজলুর রহমান, আই,আর,ভি খুলনার মালিহা জুথি, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, সুশীলনের টিমলিডার শিপক চন্দ্র দে ও মাঠ সহায়ক আব্দুল ফাত্তাহ। পৃথক মতবিনিময় কালে বক্তারা বলেন, অতিতের তুলনায় বর্তমানে স্থানীয় সরকার ব্যবস্থায় আমুল পরিবর্তন এসেছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠান গুলো হয়েছে অনেক শক্তিশালী। বিশেষ করে শরীক কর্মসূচির গত কয়েক বছরের কার্যক্রমে উপজেলা পরিষদ ও ১০ ইউনিয়ন পরিষদের কার্যক্রম গতিশীল হয়েছে। উন্মুক্ত বাজেট সভায় সব শ্রেণির মানুষ অংশগ্রহণ করার মাধ্যমে তাদের নিজস্ব মতামত প্রদান করায় বাজেটে জনগুরুত্বপূর্ণ বিষয় গুলি অধিক গুরুত্ব পেয়েছে। বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে জনপ্রতিনিধিদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষের মানসিকতার ব্যাপক পরিবর্তন এসেছে। যার সুফল পাচ্ছে স্থানীয় সরকার প্রতিষ্ঠান গুলো। নানা সীমাবদ্ধতার মধ্যদিয়েও শরীক কর্মসূচির কার্যক্রমে নারীর ক্ষমতায়ন, সামাজিক কর্মসূচির সুফল হতদরিদ্রদের মাঝে সুষম বন্টন সহ স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হয়েছে উল্লেখ করে এ ধারাবাহিকতা অব্যহত রাখতে এবং নতুন বিষয় চিহ্নিত করে স্থানীয় সরকার ব্যবস্থা আরো শক্তিশালী করার লক্ষ্যে বক্তারা শরীক কর্মসূচির কার্যক্রমের মেয়াদ বৃদ্ধির দাবী জানান।