শনিবার ● ১ জুলাই ২০১৭
প্রথম পাতা » বিবিধ » ডুমুরিয়ায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে ডাকাত রবিউল নিহত
ডুমুরিয়ায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে ডাকাত রবিউল নিহত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে রবিউল ইসলাম অরফে কুমুর অরফে বাদশা নামের এক কুখ্যাত ডাকাত নিহত হয়েছে।গত শুক্রবার রাত অনুমান ১.৪৫ টায় উপজেলার চুকনগর গ্রামস্থ হাসানিয়া মাদ্রাসা
সড়কের পাশ্বে এ ঘটনা ঘটে। নিহত রবিউল উপজেলার মালতিয়া গ্রামের জাফর গাজীর ছেলে।এ ঘটনায় অস্ত্র,বিস্ফোরন ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস জানান ঘটনার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মালতিয়া এলাকার পেষাধারী ডাকাত ও ডুমুরিয়া থানায় ৫ টি ডাকাতি মামলার আসামী রবিউল ইসলাম (৩৫) অরফে কুমুর অরফে বাদশা নামের কুখ্যাত ডাকাত অস্ত্র-গোলাবারুদ সহ তার বাহিনী নিয়ে ঘটনা স্থলে অবস্থান করে বড় ধরনের ডাকাতির প্রস্তুতি গ্রহন করছে।বিষয়টি তাৎক্ষনিক ভাবে এডিসনাল এসপি সজিব খানকে অবহিতর পর তার নেতৃত্বে ঘটনা স্থলে অভিযান চালানো হয়।অভিযানের এক পর্যায়ে পুিলশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ করে গুলি বর্ষন করতে থাকে। পরিস্থিতিতি
নিয়ন্ত্রন আনতে ও আত্মরক্ষায় পুলিশও পল্টা গুলি নিক্ষেপ করে। এতে ডাকাত রবিউল ইসলাম গুলি বিদ্ধ হয়ে গুরুত্বর আহত হয়ে পড়ে এবং অন্যান্য ডাকাত সদস্যরা পালাতে সক্ষম হয়।এ ছাড়া পুলিশের এস আই নিমাই চন্দ্র কুন্ডু ও এসআই নুরুল ইসলাম আহত হয়।পরে আহতদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার রবিউ্লকে নিহত বলে ঘোষনা করে এবং আহত এস আই নিমাই চন্দ্র কুন্ডু ও এসআই নুরুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়।তিনি আরো জানান ঘটনা স্থল থেকে ১টি ওয়ান শোটার গান,১টি গ্রীল কাটার,২টি ককটেল,১টি হাসো,১টি দা,১টি সোরা,৪টি বন্দুকের গুলির খোসা ও ৩টি খালি ফেন্সিডিলের বোতল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র,বিস্ফোরন ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।