মঙ্গলবার ● ৪ জুলাই ২০১৭
প্রথম পাতা » শিক্ষা » কেশবপুর উপজেলার ভালুকঘর বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত
কেশবপুর উপজেলার ভালুকঘর বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
যশোরের কেশবপুর উপজেলার ভালুকঘর বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ৩৬৪ জন ভোটারের ভিতর ৩০০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রভাষক কানাই লাল ভট্টাচার্য্যরে সমর্থিত অভিভাবক সদস্য পদে ১৫৫ ভোট পেয়ে কালু মোল্যা, ১৫২ ভোট পেয়ে জজ আলী, ১৪৩ ভোট পেয়ে আব্দুল ওহাব, ১৩৬ ভোট পেয়ে শফিকুর রহমান মুকুল ও ১৪৪ ভোট পেয়ে মাহফুজা আক্তার নির্বাচিত হয়েছেন। অপর দিকে বিনা প্রতিদ্বন্ধিতায় শিক্ষক প্রতিনিধি পদে কোমল কুমার মল্লিক ও আব্দুল জব্বার এবং সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি পদে হাফিজা সুলতানা ও দাতা সদস্য পদে স্বপন কুমার মোদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম।