মঙ্গলবার ● ৪ জুলাই ২০১৭
প্রথম পাতা » সর্বশেষ » আশাশুনিতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ওহাবের মতবিনিময়
আশাশুনিতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ওহাবের মতবিনিময়
আহসান হাবিব, আশাশুনি: আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আব্দুল ওহাব সরদার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। সোমবার সকালে তিনি উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হলে উপজেলার উন্নয়নে কি কি কাজ করতে ইচ্ছুক, তার একটি সংক্ষিপ্ত বক্তব্য তিনি মতবিনিময় কালে তুলে ধরেন। তিনি আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের মহেশ্বরকাটিতে অবস্থিত “আন্না ফিলিং স্টেশনে”র স্বত্ত্বাধিকারী সাতক্ষীরা শহরের বাসিন্দা আওরঙ্গজেব সরদারের পুত্র। তিনি বলেন, দীঘদিন যাবৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আওয়ামী রজানীতির সাথে জড়িত হয়ে এলাকার মানুষের সাথে থেকে নৌকা প্রতীকের পক্ষে কাজ করে এসেছি। বর্তমানে বাংলাদেশ তরুন প্রজন্ম বঙ্গবন্ধু স্বাধীনলীগের খুলনা বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছি। স্বাধীন ব্যবসার সাথে জড়িয়ে থেকে স্বাধীন জীবন যাপনের মাঝে দেশের ও এলাকার উন্নয়নে আমি অনেক কাজ করে এসেছি। তাই আমি আশাশুনিতে ব্যবসা করতে এসে আশাশুনির চরম অবহেলা জর্জরিত অবস্থা দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছি। এখানে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের উন্নয়নের কান্ডারী সফল ও বিশ্ব বরেণ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এলাকার মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করতে মানসিক ভাবে প্রস্তুতি নিয়েছি। এই মানসিকতা বাস্তবায়নে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছি। এ জন্য ইতোমধ্যে আমি কাজ শুরু করেছি। তিনি স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আরও জানান, আমি আশাশুনির চরম দুরাবস্থা জর্জরিত রাস্তাঘাটের উন্নয়নের পাশাপাশি সাির্বক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে চাই। শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদরাসা, মন্দিরের উন্নয়ন, ওয়াপদার বেড়ী বাঁধের উন্নয়ন, পানীয় জলের সমস্যা, স্বাস্থ্য খাতের উন্নয়ন করতে ইচ্ছুক। এছাড়া মাদক দ্রব্যের ব্যবহার, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে চাই। উপজেলার সকল ইউনিয়নে অসংখ্য অসহায় পরিবারের মানুষ বঞ্চিত-লাঞ্চিত ও প্রতারিত হচ্ছে। তাদের পাশে থেকে সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। এজন্য আমি অভিষ্টলক্ষ্যে পৌছাতে সর্বস্তরের মানুষের সহযোগিতা ও মহান আল্লাহর দরবারে সকলের আন্তরিক শুভ কামনা প্রত্যাশা করছি।