মঙ্গলবার ● ৪ জুলাই ২০১৭
প্রথম পাতা » বিবিধ » সাতক্ষীরায় গৃহবধু হত্যা; শ্বাশুড়ী ও ননদ গ্রেফতার
সাতক্ষীরায় গৃহবধু হত্যা; শ্বাশুড়ী ও ননদ গ্রেফতার
ইমন হোসেন, (বিনেরপোতা) সাতক্ষীরা :
সাতক্ষীরার কলারোয়ায় ভারতে যেতে রাজি না হওয়ায় নাজমা খাতুন (৩২)নামে দুই সন্তানের জননী এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা করেছে পাষন্ড স্বামী আব্দুস সবুর। নিহত গৃহবধু নাজমা খাতুন (৩২) উপজেলার হরিনা গ্রামের মৃত করিম বকস সরদারের মেয়ে। ঘটনাটি ঘটেছে সোমবার ভোর ৪ টারদিকে উপজেলার কুমারনল গ্রামে। খবর পেয়ে সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার ও কলারোয়া থানার অফিসার ইনচার্জ ওসি বিপ্লব কুমার নাথ ঘটনাস্থল পরিদর্শন করেন। এমনকি এ ঘটনায় এজাহার নামীয় আসামী নিহতের শ্বাশুড়ী রিজিয়া খাতুন (৫৭)ও ননদ রোকেয়া খাতুনকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। নিহতের মেয়ে কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের কবিরুল ইসলামের স্ত্রী সুইটি খাতুন( ১৮) জানান, কলারোয়া উপজেলার কুমারনল গ্রামে আবুল কাশেমের ছেলে আব্দুস সবুর বিগত ৪-৫ বছর আগে তার মাতা নাজমা খাতুন থাকা সত্ত্বেও কলারোয়া পৌর সদরের মুরালীকাটি গ্রামের আরেকটি মেয়েকে দ্বিতীয় বিয়ে করে। বিয়ের বছর খানেক পর তারওই সৎ মাকে পিটিয়ে হত্যা করে পিতা। এ ঘটনায়পুলিশ তার পিতাকে গ্রেফতার করে। এরপর তার নানার বাড়ির জমি বিক্রয় করে মামলা চালিয়ে গত কয়েক মাস আগে তার মা তার পিতাকে জামিনে মুক্তি করে।জামিনে মুক্তি পাওয়ার পর তার পিতা বিজ্ঞ আদালতেআর কখনও হাজির দেবে না বিধায় মাসখানেক যাবৎ তার মাকেভারতে নিয়ে যাওয়ার চেষ্ঠা করে যাচ্ছে। পিতার প্রস্তাবে রাজি না হওয়ায় গত কয়েকদিন যাবৎদাদী,ফুফু ও পিতা ক্ষিপ্ত হয়ে প্রায় সময় শারিরীকও মানসিক নির্যাতন চালিয়ে আসছে। একপর্যায়ে এরই জের ধরে সোমবার ওই সময় তার মা’র গলাই ফাঁস লাগিয়ে হত্যা করে ঘরের আড়াই ঝুঁলিয়ে রেখে পালিয়ে যায়। সকালে তার কাছে ঘাতক পিতা আব্দুস সবুর জানিয়ে দেয় সে তার মাকে হত্যা করে পালিয়ে এসেছেপরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।এ ঘটনায় কলারোয়া থানায় নিহতের ভাই ওলিয়ার রহমান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে বলে অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তিনি এবং সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শ করেছেন এবং লাশ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে।