মঙ্গলবার ● ১১ জুলাই ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » একাত্তরে গণহত্যার চিত্র স্মারক ডাক টিকিটে
একাত্তরে গণহত্যার চিত্র স্মারক ডাক টিকিটে
এস ডব্লিউ নিউজ ।
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসরদের গণহত্যা ও যুদ্ধাপরাধের আলোকচিত্র নিয়ে ৭১টি স্মারক ডাকটিকিট সম্বলিত উদ্বোধনী খাম অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে এই খাম অবমুক্ত ও অ্যালবামের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈঠকের শুরুতে একাত্তরে গণহত্যা ও যুদ্ধাপরাধের বিষয়ে প্রকাশিত স্মারক ডাকটিকিট ও অ্যালবামের ওপর একটি ভিডিওচিত্র উপস্থাপন করা হয়।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ জানায়, প্রতিটি ১০ টাকা মূল্যমানের ৭১টি স্মারক ডাক টিকিট, প্রতিটি ৪০ টাকা মূল্যমানের ১৮টি স্যুভেনির শিট, ৭১ টাকা মূল্যমানের একটি বিশেষ উদ্বোধনী খাম, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ১০ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড এবং ৭১টি স্মারক ডাকটিকিট সম্বলিত ১৮টি স্যুভেনির শিটের সমন্বয়ে বিশেষ স্মারক ডাক টিকিট অ্যালবাম প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে একটি বিশেষ সিলমোহরও ব্যবহার করা হয়েছে। উদ্বোধনের পর ঢাকা জিপিও’র ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি শুরু হয়েছে। পরে অন্যান্য জিপিও ও ডাকঘর থেকে এগুলো বিক্রয় করা হবে।