মঙ্গলবার ● ১১ জুলাই ২০১৭
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » আশাশুনিতে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপনে আ’লীগ ক্ষমতায় থাকলে দেশ ভাল থাকে, মানুষ শান্তিতে থাকে, দেশে উন্নয়ন হয়
আশাশুনিতে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপনে আ’লীগ ক্ষমতায় থাকলে দেশ ভাল থাকে, মানুষ শান্তিতে থাকে, দেশে উন্নয়ন হয়
আহসান হাবিব, আশাশুনি : আশাশুনিতে বিশ্ব জনসংখ্যা দিবস,১৭ উদযাপনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা বিআরডিবি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। ‘জনগনের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন, উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। বক্তব্যকালে প্রধান অতিথি বলেন, আ’লীগের মাঝি জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষনা দিলে একদল হট্ট হাসিতে বাজার গরম করেছিল। ঠিকই তিনি সজিব ওয়াজেদ জয়ের মাধ্যমে দেশকে ডিজিটাল দেশে পরিনত করতে সক্ষম হয়েছেন। পদ্মা সেতু নিজের দেশের অর্থায়নে করার ঘোষনা দিয়ে তা পুরন হতে চলেছে। তাছাড়া দেশে ১০ টাকা দরে চাল খাওয়ানো থেকে শুরু করে দেশের আইন শৃঙ্খলা রক্ষা, অভাবনীয় উন্নয়ন, এসব দেখে সেই সব রাজনৈতিক দলের নেতাদের গালে মাছি যাচ্ছে, বেসামাল হয়ে ভূল সিদ্ধান্ত বা ভূল বকাবকি শুরু করেছে। আ’লীগ ক্ষমতায় থাকলে দেশ ভাল থাকে, মানুষ শান্তিতে থাকে, দেশে উন্নয়ন হয়। প্রধান অতিথি উপস্থিত পরিবার পরিকল্পনা বিভাগের প্রত্যান্ত এলাকায় চাকুরিরত সকলকে এ সরকারের জন্য দোয়া এবং কার্যক্রম সম্পর্কে কর্ম এলাকায় প্রচার করার আহবান জানান। সভার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন, হাফেজ আব্দুল গফ্ফার গীতা পাঠ করেন দুল্লাল চন্দ্র বৈদ্য। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ অরুন কুমার ব্যনার্জি, মেডিকেল অফিসার পরিবার পরিকল্পনা বিভাগ ডাঃ মৃত্যজ্ঞয় কুমার সরদার, সিনিয়ার উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, উপজেলা পল্লি উন্নয়ন অফিসার বিশ্বজিৎ কুমার ঘোষ, আশাশুনি প্রেস ক্লাব সভাপতি জিএম মুজিবুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি এবিএম মোস্তাকিম উপজেলার শ্রেষ্ট পরিবার কল্যান সহকারি (কাদাকাটি) রতœা রানী রায়, শ্রেষ্ট পরিদর্শিকা আশাশুনি সদর ক্লিনিকের অন্তরা আফরোজ, শ্রেষ্ট ইউনিয়ন স্বাস’্য ও পরিবার কল্যান কেন্দ্র (কাদাকাটি) নুরুন্নাহার এবং মুক্তা পারভীন এবং শ্রেষ্ট ইউনিয়ন পরিষদ কাদাকাটিকে পুরস্কার প্রদান, ৪ জন কে ক্রেষ্ট ও সনদপত্র দিয়ে পুরষ্কৃত করেন।