মঙ্গলবার ● ১১ জুলাই ২০১৭
প্রথম পাতা » বিবিধ » বিরল রোগে আক্রান্ত মুক্তামনিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে
বিরল রোগে আক্রান্ত মুক্তামনিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে
ইমন হোসেন, (বিনেরপোতা) সাতক্ষীরা : সাতক্ষীরার সদর উপজেলার বাশদাহ গ্রামের দক্ষিণ কামার বায়সা গ্রামের ইব্রাহীম হোসেনের ১১ বছরের শিশু মুক্তামনিকে নিয়ে সংবাদ প্রকাশের পর অবশেষে তার চিকিৎসার দায়িত্ব ভার নিয়ে উন্নত চিকিৎসার ঢাকায় পাাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ। সোমবার রাত ১১টায় সাতক্ষীরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে পাঠানো হয়ে বলে জানিয়েছেন সাতক্ষীরা সিভিল সার্জন। এর আগে সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় সাতক্ষীরা সিভিল সার্জনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার বাড়িতে গিয়ে মুক্তামনিকে কে নিয়ে আসে।সাতক্ষীরার সিভিল সার্জন তৌহিদুর রহমান জানান, স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মুক্তার চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছেন। রাত ১১টায় তাকে সরকারি এ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে। সম্প্রতি মুক্তামনির বিরল রোগের সংবাদ গণমাধ্যমে প্রকাশের পর তোলপাড় সৃষ্টি হয় দেশজুড়ে। এরপর অনেকেই এগিয়ে এসেছেন, হাত বাড়িয়েছেন মুক্তার চিকিৎসায়। এদিকে সদর হাসপাতালে দেখতে যান জেলা প্রশাসক আবুল কাশেম মো.মহিউদ্দিন। মুক্তার বাবা ইব্রাহীম হোসেন বলেন,আমার মেয়ের চিকিৎসার জন্য স্বাস্থ্যবিভাগ দায়িত্ব নিয়েছে এতেই আমি খুশি। আমার টাকা পয়সার দরকার নেই, আমার মেয়ে সুস্থ্য হয়ে বাড়িতে ফিরে আসুক সবার কাছে সেই দোয়া কামনা করছি। ব্যথায় কাতর মুক্তামনি বলেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি সবাই আমার জন্য দোয়া করবেন।