মঙ্গলবার ● ১১ জুলাই ২০১৭
প্রথম পাতা » বিবিধ » আশাশুনিতে ১ম শ্রেণির ছাত্রের আত্মহত্যা
আশাশুনিতে ১ম শ্রেণির ছাত্রের আত্মহত্যা
আহসান হাবিব, আশাশুনি: এবার আশাশুনি সদরের সবদালপুর স্কুলের ১ম শ্রেণি পড়–য়া এক শিশু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের কোদন্ডা গ্রামে। আতœহননকারীর পরিবার সূত্রে জানাগেছে, ওই গ্রামের মুনছুর সরদারের শিশু পুত্র রানা (৭) সবদলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র। ওই সময় রানা স্কুল থেকে বাড়ি ফিরে মায়ের কাছ ভাত খেতে চায়। তখন তার বড় ভাই ভাত খাচ্ছিল। মা পানি এনেই ভাত দেবে বলে পানি আনতে যায়। শিশুটি এসময় ঘরের একটি কক্ষে ঢুকে টেবিলের উপর উঠে গামছা দিয়ে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মা পানি এনে ভাত দিয়ে রানাকে খুঁজে না পেয়ে ঐ কক্ষের দরজা বন্ধ দেখে জানালা দিয়ে দেখেন সে আড়ার সাথে ঝুলছে। দ্রুত দরজা ভেঙ্গে তাকে নামনো হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।