মঙ্গলবার ● ১১ জুলাই ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত কৃষি কলেজ স্থাপন প্রকল্প একনেকে অনুমোদন; প্রধানমন্ত্রীকে এলাকাবাসীর অভিনন্দন শ্রু
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত কৃষি কলেজ স্থাপন প্রকল্প একনেকে অনুমোদন; প্রধানমন্ত্রীকে এলাকাবাসীর অভিনন্দন শ্রু
এস ডব্লিউ নিউজ ॥
অবশেষে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত কৃষি কলেজ স্থাপন প্রকল্প একনেকে অনুমোদন হয়েছে। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)’র সভায় কৃষি কলেজ স্থাপন প্রকল্পে অবকাঠামো উন্নয়নের জন্য প্রায় ২৬২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক নিশ্চিত করেছেন। পরিকল্পনা কমিশন সদস্যের এক প্রতিবেদনের ভিত্তিতে অনিশ্চিত হয়ে পড়ে কৃষি কলেজ স্থাপন প্রকল্পের কার্যক্রম। অবশেষে একনেকে অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিকল্পনামন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হককে কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী।
উল্লেখ্য, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালের ২৩ জুলাই কয়রার এক জনসভায় পাইকগাছা উপজেলায় একটি কৃষি কলেজ স্থাপনের ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর এমন ঘোষণায় কৃষি ভিত্তিক লেখাপড়ায় আগ্রহ বাড়ে এলাকার ছেলে মেয়েদের মধ্যে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির ৩ বছরের মধ্যে শুরু হয় কৃষি কলেজ স্থাপন প্রকল্পের কার্যক্রম। ২০১৩ সালের নভেম্বর মাসে প্রকল্পটি পাশ হয় একনেকে। বরাদ্দ দেয়া হয় অর্থ। উপজেলার লস্কর ইউনিয়নের পাইকগাছা-কয়রা সড়কের পাশেই চকবগুড়া মৌজায় অধিগ্রহণ করা হয় ২৫একর জমি। সম্পন্ন করা হয় ভূমি অধিগ্রহণ প্রক্রীয়া। মূল অবকাঠামোগত কাজ শুরুর আগেই ২০১৬ সালের ২৫ সেপ্টেম্বর পরিকল্পনা কমিশনের উর্দ্ধতন কর্মকর্তা পরিদর্শন করেন সংশ্লিষ্ট প্রকল্প এলাকা। পরবর্তীতে অধিগ্রহণকৃত নির্ধারিত এলাকা কৃষি কলেজ স্থাপনের জন্য অনুপোযোগী পরিকল্পনা কমিশনের এমন প্রতিবেদনের ভিত্তিতে বন্ধ হয়ে যায় প্রকল্পের সকল কার্যক্রম। এতে চরম হতাশ হয়ে পড়েন এলাকার সর্বস্তরের মানুষ এবং প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত কৃষি কলেজ স্থাপনের কাজ স্থগিত হয়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম বিরূপ প্রতিক্রীয়ার সৃষ্টি হয়। নির্ধারিত এলাকা কোন জলাভূমি নয় উল্লেখ করে প্রকল্পের কার্যক্রম পুনরায় চালু করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে প্রতিবেদন স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। পরবর্তীতে কৃষি কলেজ প্রকল্পের কাজ শুরু করার জন্য স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক, প্রধানমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী বরাবর ডিও পত্র দেন এবং পরিকল্পনামন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সৌজন্য স্বাক্ষাত টানা কয়েকমাস চেষ্টা করে যান। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক জানান, কৃষি কলেজ স্থাপন প্রকল্পটি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ছিল। মঙ্গলবার একনেকে’র সভায় প্রকল্পটি অনুমোদন হয়। প্রকল্পের অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রায় ২৬২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ প্রকল্পে আরো বরাদ্দ দেওয়া হবে বলে স্থানীয় এ সংসদ সদস্য জানিয়েছেন। একই সাথে তিনি প্রকল্পটি একনেকে অনুমোদন হওয়ায় নির্বাচনী এলাকা পাইকগাছা-কয়রা বাসীর পক্ষথেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।