মঙ্গলবার ● ১১ জুলাই ২০১৭
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
পাইকগাছায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্যদিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে “পরিবার পরিকল্পনাঃ জনগণের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ, আনসার ও ভিডিপি কর্মকর্তা মারুফ হোসেন, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম কবির হোসেন। বক্তব্য রাখেন, সাংবাদিক আব্দুল আজিজ, এনজিও প্রতিনিধি জহুরুল হক, জাহানারা নার্গিজ, পরিবার পরিকল্পনা পরিদর্শক বিমল কৃষ্ণ বর্মণ, হাবিবুর রহমান, পরিবার কল্যাণ সহকারী জাহানারা খাতুন জয়া, সিলভী আক্তার তমা, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী সাজেদা পারভীন, সারমিন আক্তার, নার্গিজ বানু। অনুষ্ঠান পরিচালনা করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজিব গাঙ্গুলী। অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি সরূপ কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, পরিবার কল্যাণ সহকারী জাহানারা বেগম জয়া, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা ইস্মিতা রানী দাশ ও কপিলমুনি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রকে পুরস্কার প্রদান করা হয়।