বুধবার ● ১২ জুলাই ২০১৭
প্রথম পাতা » সর্বশেষ » মাগুরায় স্ত্রী-কন্যা হত্যার দায়ে একজনের মৃত্যুদন্ড
মাগুরায় স্ত্রী-কন্যা হত্যার দায়ে একজনের মৃত্যুদন্ড
মাগুরা প্রতিনিধি :
মাগুরায় গর্ভবতী স্ত্রী ও পাঁচ বছরের কন্যাকে হত্যার দায়ে আমিরুল ইসলাম (৩৮) নামে এক ব্যাক্তিকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত।
গতকাল বুধবার মাগুরা বিজ্ঞ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এ আদেশ দেন।
মৃতদন্ড প্রাপ্ত আমিরুল ইসলাম মহম্মদপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামের সোবহান মোল্লার পুত্র।
রাষ্ট্র পক্ষের আইনজীবি পিপি অ্যাড কামাল হোসেন বাংলানিউজকে জানান, পারিবারিক কলহের জের ধরে ২০১১ সালের ৫ জুন সন্ধ্যায় আমিরুল তার গর্ভবতী স্ত্রী কবিতা খাতুনকে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করে। এ ঘটনা তার ৫ বছরের কন্যা জামিলা খাতুন দেখে ফেললে পাষন্ড পিতা আমিরুল তাকেও গলা টিপে হত্যা করে। পরে মৃতদেহ দুটি পাট ক্ষেতে মাটি চাপা দিয়ে সে পালিয়ে যায়।
এ ঘটনার পর দিন কবিতা খাতুনের বাবা শালিখার চিলেডাঙ্গ গ্রামের রকিব মোল্লা জামাই আমিরুল ইসলামকে একমাত্র আসামী করে সদর থানায় মেয়ে ও নাতী হত্যার অভিযোগে মামলা দায়ের করেন।
পুলিশ ঘটনার ৪ দিন পর ৯ জুন আসামী আমিরুলকে গ্রেপ্তার করে। পরদিন আমিরুল আদালতে স্ত্রী ও কন্যা হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে।
এরপর সাক্ষ প্রমান গ্রহন শেষে বিজ্ঞ বিচারক আজ বুধবার বেলা ১২ টায় আসামীর উপস্থিতিতে এর রায় প্রদান করেন।