বুধবার ● ১২ জুলাই ২০১৭
প্রথম পাতা » বিবিধ » নড়াইলে ইউপি সদস্যসহ ১২ জুয়াড়ি আটক
নড়াইলে ইউপি সদস্যসহ ১২ জুয়াড়ি আটক
নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬নং ওয়ার্ডের সদস্য কোবাদ মোল্যাসহ ১২ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বুধবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে পুরুলিয়া গ্রামের বখতিয়ারের বাড়ির জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুরুলিয়া ইউপি সদস্য লক্ষীপুর গ্রামের কোবাদ মোল্যা, পুরুলিয়া গ্রামের মকবুল শেখ (৫০), জামির কাজী (৪৫), আমজেদ শেখ (৫০), জাকির শেখ (৪০), রহমত (২৮), হুমায়ূন শেখ (৩২), কালু (৪৫), সাবু (৩৮), রাজিব (২২), চাঁচুিড় গ্রামের ফসিয়ার (৩৮) ও চন্দ্রপুর গ্রামের সুখ মিয়াকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৯৬ হাজার ৭০০ টাকা, তিনটি মোটরসাইকেল, ১৬টি মোবাইল ফোনসহ জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়। কালিয়া থানার ওসি শেখ গনি মিয়া বলেন, জুয়াড়িদের বিরুদ্ধে মামলা হয়েছে।