বৃহস্পতিবার ● ১৩ জুলাই ২০১৭
প্রথম পাতা » সর্বশেষ » নড়াইলে ইউনিয়ন সেবায় প্রতিবন্ধীব্যক্তিদের সম্পৃক্তকরণে চারদিনব্যাপী মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইলে ইউনিয়ন সেবায় প্রতিবন্ধীব্যক্তিদের সম্পৃক্তকরণে চারদিনব্যাপী মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, নড়াইল
নড়াইলে ইউনিয়ন সেবা কার্যক্রমে প্রতিবন্ধীব্যক্তিদের সম্পৃক্তকরণে চারদিনব্যাপী মতবিনিময় সভা শেষ হয়েছে। বেসরকারি সংস্থা ডিপিওডির আয়োজনে বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে সদরের মুলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) মিলনায়তনে এ সভা সম্পন্ন হয়। এর আগে মাইজপাড়া ইউপি কার্যালয়সহ শাহাবাদ ইউপি ও নড়াইল পৌরসভায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চারদিনব্যাপী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবার উপ-পরিচালক রতন কুমার হালদার, সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছিমা খাতুন, নড়াইল পৌরসভার প্যানেল মেয়র রেজাউল বিশ্বাস, সদর থানার ওসি (তদন্ত) জুলফিকার আলী, বরাশুলা ক্যাডেট আলিম মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ নাছির উদ্দিন, নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইদ্রিস আহমদ, মুলিয়া ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারী, মাইজপাড়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, শাহাবাদ ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন পান্না, সোনালী ব্যাংক জেলা পরিষদ শাখার ব্যবস্থাপক আরিফুল ইসলাম, জনতা ব্যাংক মাইজপাড়া শাখার ব্যবস্থাপক শামীম হোসেন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা হোসেনুর রহমান, শহর সমাজসেবা কর্মকর্তা সাইদুর রহমান, মাইজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দত্ত, ব্র্যাকের জেলা প্রতিনিধি বিভাঞ্জন বিশ্বাস, বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেএস) অ্যাডভোকেসি কর্মকর্তা নব কুমার ঘোষ, ডিপিওডির পরিচালক ছাব্বির হোসেন, সভাপতি মাহবুব আলম ফকির প্রমুখ।
বক্তারা বলেন, ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন সেবামূলক কাজে প্রতিবন্ধীব্যক্তিদের সম্পৃক্ত করতে হবে। এছাড়া প্রতিবন্ধীব্যক্তিরা যাতে কোনো প্রকার হয়রানির শিকার না হন, সেদিকে জনপ্রতিনিধিসহ সবার লক্ষ্য রাখা প্রয়োজন। চারদিনব্যাপী এ মতবিনিময় সভায় জনপ্রতিনিধিসহ ১৫০ পেশাজীবী অংশগ্রহণ করেন।