বৃহস্পতিবার ● ১৩ জুলাই ২০১৭
প্রথম পাতা » সর্বশেষ » কেশবপুরে গাঁজা বিক্রেতা ও সেবনকারীদের দৌরাত্ব বৃদ্ধি
কেশবপুরে গাঁজা বিক্রেতা ও সেবনকারীদের দৌরাত্ব বৃদ্ধি
কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥
যশোরের কেশবপুরে গাঁজা বিক্রেতা ও সেবনকারীদের দৌরাত্ব বৃদ্ধি পেয়েছে।
জানাগেছে, কেশবপুর উপজেলার বিভিন্ন এলাকায় গাঁজার বিক্রি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। গাঁজা সহজ লভ্য হওয়ায় সেবনকারীদের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যার ফলে যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌছিয়েছে। গাঁজা বিক্রয় ও সেবন বন্ধের জন্য ইতোপূর্বে পুলিশি অভিযান চললেও দীর্ঘদিন যাবৎ কোন পুলিশি পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
এদিকে উপজেলার মূলগ্রামের গাঁজা বিক্রেতা ও সেবনকারী আছাদ মোড়ল ও তার স্ত্রী তাসলিমা বেগমের হাত থেকে রক্ষা পেতে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগে করেছেন মূলগ্রামের সচেতন এলাকাবাসি।