বৃহস্পতিবার ● ১৩ জুলাই ২০১৭
প্রথম পাতা » বিবিধ » কেশবপুরের কপোতাক্ষ নদ খনন কাজ সম্পন্ন জলাবদ্ধাতা থেকে রেহাই পাবে ৪০ গ্রামের মানুষ
কেশবপুরের কপোতাক্ষ নদ খনন কাজ সম্পন্ন জলাবদ্ধাতা থেকে রেহাই পাবে ৪০ গ্রামের মানুষ
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
যশোরের কেশবপুরে কপোতাক্ষ নদ খনন কাজ সম্পন্ন হয়েছে। যার ফলে কপোতাক্ষ পাড়ের ৪ ইউনিয়নের ৪০ গ্রামের মানুষ জলাবদ্ধাতার হাত থেকে রেহাই পাবে।
জানাগেছে, কপোতাক্ষ নদে পলি পড়ে ভরাট হয়ে যাওয়ায় ঐ নদ দিয়ে পানি নিষ্কাশিত হতো না। যে কারণে প্রতি বছর বর্ষার মৌসুমে কেশবপুর উপজেলার ত্রিমোহিনী, সাগরদাঁড়ি, হাসানপুর ও বিদ্যানন্দকাটি ইউনিয়নের প্রায় ৪০ গ্রামে জলাবদ্ধতা দেখা দিত। যার ফলে ঐ ৪০ গ্রামের মানুষ মানবেতর জীবন-যাপন করত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলাবদ্ধতা নিরসনে কপোতাক্ষ নদ খননের জন্য বরাদ্দ প্রদান করেন। সে অনুযায়ী পানি উন্নয়ন বোর্ডের তত্তাবধানে কপোতাক্ষ নদ খনন কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জয়নগর ঘাটের উত্তর দিকে ১ কিলোমিটর কপোতাক্ষ নদ ১ কোটি ১৩ লাখ টাকা ব্যায়ে খনন কাজ সম্পন্ন করেছেন কেশবপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক। গতকাল সকালে সরেজমিন পরিদর্শনে দেখা গেছে যে, পানি উন্নয়ন বোর্ডের কার্টিং চার্ট অনুযায়ী উক্ত ১ কিলোমিটার নদ খনন করা হয়েছে। এব্যাপারে উপজেলা যুবলীগনেতা কাজী আলমগীর জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ইসতিহারের মধ্যে ছিল কপোতাক্ষ নদ খনন। যে কারণে তিনি গত অর্থ বছরের কপোতাক্ষ নদ খনরের জন্য বরাদ্দ প্রদান করেন। ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ডের কার্টিং চার্ট অনুযায়ী কপোতাক্ষ নদ খনন কাজ সম্পন্ন হয়েছে। যার ফলে ত্রিমোহিনী, সাগরদাঁড়ি, হাসানপুর ও বিদ্যানন্দকাটি ইউনিয়নের প্রায় ৪০ গ্রামের মানুষ জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে।