বৃহস্পতিবার ● ১৩ জুলাই ২০১৭
প্রথম পাতা » সর্বশেষ » কেশবপুরে ভ্রাম্যমান আদালতে হরিহর নদী থেকে পাটা উচ্ছেদ
কেশবপুরে ভ্রাম্যমান আদালতে হরিহর নদী থেকে পাটা উচ্ছেদ
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
যশোরের কেশবপুরে জলাবদ্ধতা নিরসনে ভ্রাম্যমান আদালতে ২ টি পাটা উচ্ছেদ করা হয়েছে। জানাগেছে, উপজেলার মধ্যকুল মধ্যপাড়ায় হরিহর নদীতে ৭টি পাটা দিয়ে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে কতিপয় ব্যাক্তি মাছ শিকার করেন। যার ফলে ঐ এলাকার ১টি মসজিদ-সহ বেশ কয়েকটি বাড়ি পানি বন্দি হয়ে পড়ে। বৃহস্পতিবার দুপুরে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ কবীর হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত তাৎক্ষণিক ২ টি পাটা উচ্ছেদ করেন এবং বাকী ৫ টি পাটা অপসারণের নির্দেশ প্রদান করেন। এসময় উপজেলা মৎস্য অফিসার এম আলমগীর কবীর উপস্থিত ছিলেন। এব্যাপরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ কবীর হোসেন জানান, জলাবদ্ধতা নিরসনে পাটা উচ্ছেদ অব্যহত থাকবে।