শনিবার ● ১৫ জুলাই ২০১৭
প্রথম পাতা » বিবিধ » আশাশুনিতে চলাচলের পথ নিয়ে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের আহত-৬, আটক-১
আশাশুনিতে চলাচলের পথ নিয়ে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের আহত-৬, আটক-১
আহসান হাবিব, আশাশুনি: আশাশুনিতে চলাচলের পথ কেন্দ্রিক প্রতিপক্ষের হামলায়একই পরিবারে ৬ জন রক্তক্ত জখম হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া গুচ্ছ গ্রামে। মামলা সূত্রে ও হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানায়, ওই গ্রামের মৃত কাশেম আলী মোড়লের পুত্র আব্দুর রহমানের সাথে একই গ্রামের বক্স গাজীর পুত্র আজিজুল গংদের চলাচলের পথ নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে ঘটনার দিন আজিজুলের নেতৃত্বে আজাহারুল ইসলাম, কোরবান আলী, আজগার আলী, জাকির হোসেন, জয়নাল, নজরুল, রবিউল, রেজাউল গাজীসহ ১২/১৪জন লাঠি-সোটা, দা, শাবল নিয়ে আব্দুর রহমান কে মারপিট করতে থাকলে বাঁচাও বাঁচাও ডাকচিৎকারে পরিবারের সদস্যরা ছুটে ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করে। এতে আব্দুর রহমান (৪৫), মা মরিয়ম (৫২), স্ত্রী রুপা বেগম (৩৮), খায়রুল ইসলাম (২৬), ভাইপো আলাল (৩০) এবং ওই বড়ীতে বেড়াতে আসা আতœীয় আমেনা বেগম (৫০) রক্তাক্ত জখম করে। এ ফাকে প্রতিপক্ষরা বিভিন্ন প্রজাতির ফলাদি গাছও কেটে ১২ হাজার টাকার ক্ষতি সাধন করে। মরিয়ম বেগম ও রুপা বেগমের অবস্থা আশাংকা জনক হওয়ায় দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য খুলনা ৫শ শয্যা হাসপাতালে পাঠানো হয়। বাকী জখমীদের আশাশুনি হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে আশাশুনি থানায় আব্দুর রহমান বাদী হয়ে আজিজুলকে প্রধান আসামি করে বাকী হামলাকারীদের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে। পুলিশ ঘটনার সাথে জড়িত মামলার আসামী আজাহারুল আশাশুনি বাজারে ঘোরা ফেরা করা কালীন তাকে গ্রেফতার করেন।