শনিবার ● ১৫ জুলাই ২০১৭
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে মফস্বল সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
পাইকগাছায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে মফস্বল সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় র্যালী, আলোচনা সভা, স্মরণিকার মোড়ক উন্মোচন, ক্রেস্ট ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সংগঠনের পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে শনিবার সকালে এক বর্ণাঢ্য প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব মিলনায়তনে ফোরামের উপজেলা সভাপতি মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান, ওসি আমিনুল ইসলাম বিপ্লব, ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ, উপজেলা কৃষি অফিসার এইচএম জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, উদযাপন কমিটির আহবায়ক মোস্তফা কামাল জাহাঙ্গীর, প্রেসক্লাবের সভাপতি এফএমএ রাজ্জাক, সাবেক সভাপতি গাজী সালাম, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, গ্রামীন সোলার পাওয়ারের স্বত্তাধিকারী মোঃ ইব্রাহীম শেখ। মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেনের পরিচালনায় বক্তব্য রাখেন, ফোরামের উপদেষ্টা জিএম মিজানুর রহমান, সহ-সভাপতি বি সরকার, সাধারণ সম্পাদক এন ইসলাম সাগর ও সদস্য পলাশ কর্মকার। অনুষ্ঠানে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মরণিকা “মিডিয়া ক্যানভাস” এর মোড়ক উন্মোচন করা হয়। এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সকল শহীদ মুক্তিযোদ্ধা, সকল নিহত সাংবাদিক ও সদ্য প্রয়াত এমপি স্ত্রী মোমেনা হকের রুহের মাগফিরাত কামনায় ১ মিনিট নিরাবতা পালন করা হয়। অনুষ্ঠানে বক্তারা, পেশাদার সাংবাদিকদের তালিকা, সাংবাদিক নিয়োগ নীতিমালা ও সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়ন সহ মফস্বল সাংবাদিক ফোরামের ১৪ দফা বাস্তবায়নের দাবী জানান।