বুধবার ● ১৯ জুলাই ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » কেশবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণ
কেশবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণ
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ উপলক্ষে বুধবার র্যালী, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠিত হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ কবীর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য অফিসার এম এম আলমগীর কবীরের পরিচালনায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা, থানার অফিসার ইনচার্জ এস এম আনোয়ার হোসেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ডিপোমালিক শাহাদাৎ হোসেন, মৎস্য চাষী মহসিন আলী, মনোহর গাইন প্রমুখ। পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।