বৃহস্পতিবার ● ২০ জুলাই ২০১৭
প্রথম পাতা » বিবিধ » নড়াইলে যুবলীগ নেতাসহ ১৫ জুয়াড়ি আটক, ৫৭ হাজার টাকা উদ্ধার
নড়াইলে যুবলীগ নেতাসহ ১৫ জুয়াড়ি আটক, ৫৭ হাজার টাকা উদ্ধার
নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে যুবলীগ নেতাসহ ১৫ জুয়াড়িকে আটক করা হয়েছে। বুধবার (১৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়। এ সময় জুয়ার ৫৭ হাজার ৫০২ টাকা, গাজা ও ইয়াবা খাওয়ার সরঞ্জাম এবং তাস উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম পিপিএম জানান, বৈশাখী আবাসিক হোটেল থেকে নয় জুয়াড়ি এবং টাইটানিক ক্লাব থেকে ছয় জুয়াড়িকে আটক করা হয়েছে। এ ঘটনায় লোহাগড়া থানায় মামলা দায়ের হয়েছে।
আটককৃতরা হলেন-বৈশাখী আবাসিক হোটেলের মালিক লোহাগড়া উপজেলা যুবলীগের সদস্য আসলাম উদ্দিন ঠান্ডু, লোহাগড়া সরদারপাড়ার বিষু কর্মকার, মদিনাপাড়ার মিরাজ শেখ, পোদ্দারপাড়ার ইকরাম শেখ, লোহাগড়া কলেজপাড়ার উজ্জ্বল হোসেন মোল্যা, খায়রুজ্জামান, আজিম শেখ, গৌরচন্দ্র সাহা, তেলকাড়া গ্রামের নান্টু সিকদার, চাঁচই গ্রামের শওকত হোসেন, জয়পুর গ্রামের শেখ কামাল হোসেন, বাহিরপাড়া গ্রামের আসলাম শেখ, পারমল্লিকপুর গ্রামের রবিউল ইসলাম, মঙ্গলহাটা গ্রামের বাবুল হোসেন উজ্জ্বল ও ধোপাদাহ গ্রামের রবিউল ইসলাম। নড়াইলকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশের এ অভিযান অব্যাহত রয়েছে।