রবিবার ● ২৩ জুলাই ২০১৭
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় ১০টি কলেজের ২৩ পরীক্ষার্থীর জিপিএ ৫ লাভ; গড় পাশের হার ৬৬.৫০%
পাইকগাছায় ১০টি কলেজের ২৩ পরীক্ষার্থীর জিপিএ ৫ লাভ; গড় পাশের হার ৬৬.৫০%
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় এইচ,এস,সি পরীক্ষায় ২৩ জন পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। ২০১৭ সালে অনুষ্ঠিত পরীক্ষায় উপজেলার ১০টি কলেজ থেকে ১ হাজার ৬৮৭ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। যার মধ্যে রোববারের ঘোষিত ফলাফলে ১ হাজার ১২২ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, যার গড় পাশের হার ৬৬.৫০%।
প্রাপ্ত সুত্রমতে-পাইকগাছা কলেজের ২৭৭ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ১৪৮ জিপিএ ৫-৩ পাশের হার ৫৩.৪৩%, ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ে ১৭৯ ’র মধ্যে উত্তীর্ণ ১০৫ পাশের ৫৮.৬৫%, রাড়–লী আরকেবিকে কলেজিয়েটের ২৬৫’র মধ্যে উত্তীর্ণ ২৩৪ জিপিএ ৫-৮, পাশের হার ৮৮.৬৫%, শহীদ আয়ুব ও মুসা মেমোরিয়ালে ২৪৬ ’র মধ্যে উত্তীর্ণ ২০০ পাশের হার ৮১.০৩%, লক্ষ্মীখোলা কলেজিয়েটের ১৬০ মধ্যে উত্তীর্ণ ৯৩, জিপিএ ৫-৩, পাশের হার ৬০.২৫%, চাঁদখালী কলেজিয়েটের ৫৮ ’র মধ্যে উত্তীর্ণ ৪৬, জিপিএ ৫-১, পাশের হার ৭৯%, হরিঢালী মহিলা কলেজের ৫৬ ’র মধ্যে উত্তীর্ণ ৩৯, পাশের হার ৬৯.৬৪%, কালিনগর কলেজের ৭৪ ’র মধ্যে উত্তীর্ণ ৬০ পাশের হার ৮১.০৮%, সরদার আবু হোসেন কলেজের ১৮ ’র মধ্যে উত্তীর্ণ ৮ পাশের হার ৪৪.৪৪%, কপিলমুনি কলেজের ৩৫৪ ’র মধ্যে উত্তীর্ণ ১৭৯ জিপিএ ৫-৮ পাশের হার ৫৩.৩৯%। এদিকে ফলাফল ঘোষণার পর কপিলমুনি, গড়ইখালী ও রাড়–লী কেন্দ্রের চমকপ্রদ জিপিএ-৫ পাশের হার দেখে বিষ্মিত হয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল। অনেকের ধারনা এ কেন্দ্রগুলোতে পরীক্ষার সময় ব্যাপক অনিয়ম হওয়ার কারনে প্রতিবারের ন্যয় এবারও সদরের কলেজগুলো থেকে প্রত্যন্ত এলাকার ওইসব কেন্দ্রে চমকপ্রদ ফলাফল এসেছে। বিষয়টি খতিয়ে দেখে সুষ্ঠু তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে এ সকল কেন্দ্রের শিক্ষার মান নিয়ে প্রশ্ন দেখা দিবে। একই সাথে জিপিএ ৫ এর প্রলোভনে সদরের প্রতিষ্ঠানগুলোতে আগামীতে কোন শিক্ষার্থী ভর্তি হতে চাইবে না। এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বোর্ড চেয়ারম্যানের আশু হস্তক্ষেপ কামনা করেছেন অভিভাবকমহল। উল্লেখ্য প্রতিবার পরীক্ষার সময় প্রত্যন্ত এলাকার কেন্দ্রগুলোতে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে।