সোমবার ● ২৪ জুলাই ২০১৭
প্রথম পাতা » সর্বশেষ » মাগুরায় দুইটি কলেজে কোনো শিক্ষার্থী পাশ করেনি
মাগুরায় দুইটি কলেজে কোনো শিক্ষার্থী পাশ করেনি
মাগুরা প্রতিনিধি:
মাগুরা সদর ও মহম্মদপুরের দুটি কলেজে এবারের এইচএসসি পরীক্ষায় কোন শিক্ষার্থী পাশ করেনি। কলেজ দুটি হচ্ছে জেলা সদরের শিবরামপুর কলেজিয়েট ও মহম্মদপুর উপজেলা সদরের বীরেন শিকদার স্কুল এ্যান্ড কলেজ। রবিবার এইচএসসি পরিক্ষার ফল প্রকাশিত হয়েছে।
অন্যদিকে ২৩ জিপিএ-৫ পেয়ে এসএসসিতে জেলার শীর্ষে রয়েছে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ। ১২ জিপিএ-৫ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সরকারি মহিলা কলেজ। ৭ জিপিএ-৫ পেয়ে তৃতীয় অবস্থানে আছে শালিখার সিংড়া বিহারী লাল শিকদার কলেজ। এছাড়া শ্রীপুর ডিগ্রি কলেজ থেকে ৫ জন।
মহম্মদপুর আমিনুর রহমান কলেজ, জোকা মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান কলেজ থেকে ৩ জন করে। মাগুরা আর্দশ কলেজ, মহম্মদপুর কাজী সালিমা হক মহিলা কলেজ থেকে ২ জন। শ্রীপুর মহিলা কলেজ, দারিয়াপুর সম্মিলনী কলেজ, বিনোদপুর ডিগ্রি কলেজ, বুনাগাতি ডিগ্রি কলেজ, রেবইল নাজির আহম্মদ কলেজ থেকে ১ জন করে পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
শিবরামপুর স্কুল এন্ড কলেজ থেকে ৭জন ও মহম্মদপুর সদরের বীরেন সিকদার স্কুল এ্যান্ড কলেজ থেকে ৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে কেউই পাশ করতে পারেননি। স্ব-স্ব কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের কাছ থেকে এ ফলাফল জানা গেছে।