মঙ্গলবার ● ২৫ জুলাই ২০১৭
প্রথম পাতা » বিবিধ » দাকোপের চুনকুড়ি পুলটি এখন মরনফাঁদ
দাকোপের চুনকুড়ি পুলটি এখন মরনফাঁদ
দাকোপ প্রতিনিধি
দাকোপের সাহেবেরআবাদ ও ঐতিহ্যবাহী চুনকুড়ি স্কুলের সাথে সংযোগ স্থাপনকারী কাঠের পুলটি এখন মরনফাঁদে পরিনত হয়েছে। দীর্ঘদিন পুলটি সংস্কার না হওয়ায় যে কোন সময় বড় ধরনের দুঃঘটনার আশংকা থেকে যাচ্ছে।
৮ নং বাজুয়া ও ২ নং দাকোপ ইউনিয়নের সংযোগস্থাপনে ব্যবহ্নত ওই পুলটি জনবহুল এলাকা চুনকুড়িতে অবস্থিত। সেখানে থাকা চুনকুড়ি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, দূর্গামন্দির, ক্লাবসহ ব্যবসায়ীক প্রতিষ্ঠানের সাধারন মানুষ, শিক্ষার্থীদের যাতায়াতের মাধ্যম ওই পুল। কিন্তু স্থাপনের পর থেকে সংস্কার অভাবে পুলটি বর্তমানে চরম ঝুকিপূর্ন অবস্থায় আছে। তথাপিও প্রয়োজনের তাগিদে প্রতিদিন শত শত মানুষ ওই পুলের মাধ্যমে যাতায়াতে বাধ্য হচ্ছে। দীর্ঘদিন সেখানে নতুন পুল স্থাপনে জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষন করে ব্যর্থ হচ্ছেন এমন অভিযোগ এলাকাবাসীর। বিশেষ করে ছোট ছোট শিক্ষার্থী ঝুকিপূর্ন পুলটি ব্যবহার অব্যহত রাখায় যে কোন সময় সেখানে প্রানহানির মত ঘটনার আশংকা থেকে যাচ্ছে। জনগুরুত্বপূর্ন পুলটির সংস্কার অথবা সতুন পুল স্থাপনে কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষন করেছে ভুক্তভোগী এলাকাবাসী।