বুধবার ● ২৬ জুলাই ২০১৭
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
পাইকগাছায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা মাদক নিয়ন্ত্রণ কার্যালয় ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বুধবার সকালে এক বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে “শিশু ও যুবাদের প্রতি মনোযোগ দেয়াই, তাদের নিরাপদ বেড়ে উঠার প্রথম পদক্ষেপ” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এড. স ম বাবর আলী। বক্তব্য রাখেন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, সাংবাদিক আব্দুল আজিজ, এন ইসলাম সাগর, শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক ও রাহিব বিল্লাহ। প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, খাদ্য কর্মকর্তা তরুণ বালা, সমবায় কর্মকর্তা মুকুন্দ বিশ্বাস, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুব্রত কুমার দত্ত, পল্লী দারিদ্র ও বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, প্রভাষক তারেক আহম্মেদ ও শিক্ষক রহমত আলী।