রবিবার ● ৩০ জুলাই ২০১৭
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » কেশবপুরে জলাবদ্ধতা এলাকায় ১০টি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্য সেবা প্রদান
কেশবপুরে জলাবদ্ধতা এলাকায় ১০টি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্য সেবা প্রদান
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
যশোরের কেশবপুরে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জলাবদ্ধতা এলাকায় ১০টি মেডিকেল ক্যাম্প স্থাপন করে ফ্রী স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শেখ আবু শাহীন জানান, জলাবদ্ধতা এলাকা ও আশ্রয় কেন্দ্রে ৮টি মেডিকেল ক্যাম্প স্থাপন করে ফ্রী স্বাস্থ্য সেবা এবং ঔষুধ-পত্র প্রদান করা হচ্ছে। প্রতিটি মেডিকেল ক্যাম্পে ১ জন করে ডাক্তার ও ৫ জন করে স্বাস্থ্য কর্মী দায়িত্ব পালন করছেন। তাছাড়া জলাবদ্ধ এলাকায় স্বাস্থ্য সেবা প্রদানের জন্য আরো ২টি মোবাইল মেডিকেল ক্যাম্প কাজ করছে।