সোমবার ● ৩১ জুলাই ২০১৭
প্রথম পাতা » প্রযুক্তি » বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে ওয়াটার পিউরি ফাই মেশিন স্থাপন
বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে ওয়াটার পিউরি ফাই মেশিন স্থাপন
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছার বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে ওয়াটার পিউরি ফাই মেশিন স্থাপন করা হয়েছে। খামারের শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী ও আবাসিক এলাকায় সুপেয় খাবার পানি সরবরাহ নিশ্চিত করতে এ মেশিন স্থাপন করা হয়েছে। এ মেশিন থেকে প্রতিদিন ২৪০ লিটার সুপেয় পানি পাওয়া যাচ্ছে। এ সুপেয় পানি সরবরাহ করায় খামারের শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী ও আবাসিক এলাকার দীর্ঘদিনের সুপেয় খাবার পানির সংকট সমাধান হয়েছে। গত ১২ জুলাই খামারের অফিস কক্ষে এ পিউরি ফাই মেশিন স্থাপন করা হয়েছে। ছোট মেশিনটি অফিসের দেওয়ালে স্থাপন করা হয়েছে। যা পানির লাইনের সঙ্গে সংযোগ দেওয়া হয়েছে। এটি বিদ্যুৎ দ্বারা পরিচালিত। পিউরি ফাই মেশিনটি ৭টি স্তর পেরিয়ে নিচে একটি জারে সুপেয় পানি জমা হচ্ছে। তাছাড়া একটি পানির ট্যাব সংযুক্ত রয়েছে, এখান থেকে গ্লাসে করে পানি নিয়েও পান করা যাবে। এ ব্যাপারে বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক কৃষিবিদ কামাল উদ্দীন মোল্লা বলেন, ফার্মটি লবণাক্ত এলাকায় অবস্থিত। এখানে টিউবয়েলের পানি লবণাক্ত, যা পান করার অযোগ্য। খামারের কর্মরত শ্রমিকরা পানির জন্য সবথেকে বেশি কষ্ট পায় এবং অনেক দূর থেকে সুপেয় পানি সংগ্রহ করতে হয়। বিশেষ করে শ্রমিকদের চিন্তা করে খামারে সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করে পিউরি ফাই মেশিনটি স্থাপন করা হয়েছে। এ পানি শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপশি আবাসিক এলাকায়ও সরবরাহ করা হচ্ছে। বীজ উৎপাদন খামারে পিউরি ফাই মেশিন স্থাপন করায় খামারে সুপেয় পানি সরবরাহ নিশ্চিত হওয়ায় এলাকাবাসী খামারের কর্মকর্তাকে অভিনন্দন জানিয়েছে। তাছাড়া এলাকার অনেকেই সুপেয় পানি পাওয়ার জন্য বাড়িতে এ মেশিনটি স্থাপন করার জন্য আগ্রহী হয়েছে।