বুধবার ● ২ আগস্ট ২০১৭
প্রথম পাতা » সর্বশেষ » চুকনগরে যাত্রীবাহী পিকআপ ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে আরো এক শ্রমিকের মৃত্যু
চুকনগরে যাত্রীবাহী পিকআপ ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে আরো এক শ্রমিকের মৃত্যু
চুকনগর (খুলনা) প্রতিনিধি॥ চুকনগরে যাত্রীবাহী পিকআপ ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে আহত শ্রমিক আতাউর রহমান (৩৬) নামের আরও একজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সকালে মারা গেছেন। প্রসঙ্গত গত মঙ্গলবার সকাল ১০টার দিকে কাঁঠালতলা-মাগুরখালী সড়কের বয়ারসিং টার্নিং মোড়ে এক দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কাঁঠালতলা এলাকা থেকে নছিমন যোগে ১০/১২ জন শ্রমিক ভাটায় কাজ করতে মাগুরখালী অভিমুখে যাচ্ছিল এসময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতি সম্পন্ন অজ্ঞাত নম্বরের একটি যাত্রাবাহী পিকআপ নছিমনে সজোরে ধাক্কা দেয়। এতে নছিমনটি ছিটকে খাদে পড়ে যায়। এ সময় নছিমনে থাকা যাত্রী চুকনগর এলাকার আটলিয়া গ্রামের আরশাফ আলী (৪৫) ও আতাউর রহমান (৩৬) এর মাথা, মুখোম-ল, হাত-পা ভেঙ্গে চুরে রক্তাক্ত জখম হয়। স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে মুমূর্ষ অবস্থায় ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার আরশাফ আলীর মৃত্যু হয়। অপর আহত আতিয়ার রহমানকে উন্নত চিকিৎস্যার জন্য খুলনা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। অবশেষে গতকাল বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আতিয়ার রহমান আটলিয়া গ্রামের আব্দুস সোহবানের বাড়িতে ঘর জামাই থাকতেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের মৃতদেহ দাফন সম্পন্নের প্রস্তুতি চলছিল বলে জানা যায়। এ প্রসঙ্গে স্থানীয় মাদারতলা ক্যাম্প ইনচার্জ এএসআই কামরুজ্জামান জানান, ঘাতক পিকআপটির মালিক মাদারতলা এলাকার কালীদাস বিশ্বাসের ছেলে বিপ্লব বিশ্বাস। বর্তমানে পিকআপটি মালিকের হেফাজতে রয়েছে। ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস এ প্রতিবেদককে জানান, সড়ক দুর্ঘটনায় ২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। ক্যাম্প ইনচার্জকে ঘাতক পিকআপটি আটক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।