বুধবার ● ২ আগস্ট ২০১৭
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছার আলোচিত মিনহাজ নদীকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এলাকাবাসীর সাথে প্রশাসনের মতবিনিময়
পাইকগাছার আলোচিত মিনহাজ নদীকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এলাকাবাসীর সাথে প্রশাসনের মতবিনিময়
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছার বিরোধপূর্ণ আলোচিত মিনহাজ নদীকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এলাকাবাসীর সাথে স্থানীয় প্রশাসনের এক মতবিনিময় সভা মঙ্গলবার বিকালে কানাখালী জোড়াব্রীজ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এড. স ম বাবর আলী, উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরী, ওসি আমিনুল ইসলাম বিপ্লব ও গড়ইখালী ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস। ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, মিনহাজ নদী নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। অনেকেই নদীর দখল ও কতৃত্ব দাবী করায় সংঘাত-সংঘর্ষ সহ নানা সমস্যা সৃষ্টি হয়। আগামীতে বদ্ধ এ জলমহল নিয়ে এলাকায় যাতে আইন শৃংখলা পরিস্থিতির অবনতি না ঘটে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে এ লক্ষ্যে স্থানীয় এলাকাবাসীর সাথে মতবিনিময় করা হয়েছে। সভায় জলমহলের সকল কতৃত্ব পূর্বগজালিয়া মৎস্যজীবী সমবায় সমিতির এ বিষয়টি এলাকাবাসীকে পুনরায় অবহিত করা হয়েছে। এছাড়া জলমহল সংক্রান্ত কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট না থাকার শর্তে এলাকাবাসীকে মামলা থেকে অব্যাহতি দেওয়া সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়। ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস জানিয়েছেন, প্রতিপক্ষ রব ও এনামুল গংদের কোন লোক যাতে আলোচিত এ জলমহল সংক্রান্ত কোন বিষয়ে হস্তক্ষেপ করতে না পারে এ জন্য সভায় এলাকাবাসীর সমন্বয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।