বৃহস্পতিবার ● ৩ আগস্ট ২০১৭
প্রথম পাতা » সর্বশেষ » আশাশুনিতে আ’লীগের জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা
আশাশুনিতে আ’লীগের জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা
আহসান হাবিব, আশাশুনি: আশাশুনিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্যার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান প্রভাষক মোনায়েম হোসেন, সম সেলিম রেজা মিলন, সাবেক চেয়ারম্যান সম সেলিম রেজা, এমপি প্রতিনিধি শুম্ভুজিৎ মন্ডল, প্রধান শিক্ষক বুদ্ধদেব সরকার, কূল্যা ইউনিয়ন আ’লীগ সভাপতি ইয়াহিয়া ইকবাল, আ’লীগ নেতা জিএম আক্তারুজ্জান, আঙ্গুর হোসেন, সোহরাব হোসেন, আবুল কালাম, মহিলা আ’লীগ নেত্রী পারভিন সুলতানা লিপি, সেলিনা আক্তার প্রমূখ। সভায় ১৫ আগষ্ট উপজেলার স্ব-স্ব ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করার আহবান জানান হয়। কেন্দ্রীয়ভাবে আশাশুনি সদরে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে, সকাল ৭ টায় দলীয় নেতা কর্মীদের কালো ব্যাজ ধারন। সকাল সাড়ে ৭ টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন, ৭.৪৫ টায় জাতির জনকের প্রতিকৃতিতে মাল্যদান, ৯ টায় শোক র্যালী, সাড়ে ১০ টায় আলোচনা সভা, বাদ জোহর মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠান ও মন্দির-গীর্জায় সুবিধামত সময় বিশেষ প্রার্থনা এবং দুপুর ২ টায় গনভোজের সিদ্ধান্ত গৃহিত হয়। দিবসটি যথাযোগ্য মর্যদায় পালনের জন্য উপজেলা সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্যাকে আহবায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট উদযাপন কমিটি গঠন করা হয়।