শনিবার ● ৫ আগস্ট ২০১৭
প্রথম পাতা » নারী ও শিশু » “আমি বাঁচতে চাই“-নবম শ্রেনীর ছাত্রী শারমিন
“আমি বাঁচতে চাই“-নবম শ্রেনীর ছাত্রী শারমিন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া হাজিডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শেনীর মেধাবী ছাত্রী শারমিন ঘাতক ক্যান্সারে
আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।হত-দরীদ্র পিতা গোলনা গ্রামের বাস গাড়ীর হেল্পার
আঃ রাজ্জাক মেয়ের চিকিৎসার খরচ গোগাতে ব্যর্থ হয়ে পড়ায় ঘরের বিছানায় বসে মৃত্যুর
প্রহর গুনছে পরপারের পথ যাত্রী শারমিন।সমাজের বৃত্তবানরাই এখন শারমিনের এক মাত্র
সম্বল।শারমিনের পারিবারিক সূত্রে জানা যায় গত চলতি বছরের ১৭ জুন সকালে শারমিন
পুকুর ঘাটে নামতে গিয়ে সে পড়ে যায়।এতে সে তার ডান পায়ের গোলালীর উপরে একটু ব্যাথা পায়।এর পর প্রায় ৫/৬ দিন পর ওই স্থানে একটু ফোলা ও ব্যাথা হয়।এরপর ১জুলাইথেকে ২০ জুলাই পর্যন্ত চিকিৎসাধীন থাকার পর আঘাত প্রাপ্ত স্থাটি ক্যান্সারে হয়েছে বলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরন করা হয়।পঙ্গু হাসপাতাল পরীক্ষা রিপোট শেষে তাকে গত ১ আগষ্ট মহাখালী ক্যান্সার হাসপাতালে প্রেরন করে।সেখানে আবার কিছ টেষ্ট দেয়া হলে টাকার অভাবে বাড়ী ফিরে আসতে হয়েছে শারমিনের।শারমিন তুমি কেমন আছ ? জবাবে শারমিন কেঁদে ফেলে বলেন “কাকু আমি বাঁচতে চাই“বৃত্তবানরা কি আমার দিকে একটু এগিয়ে আসবে না ? আপনার দয়ায় হয়তো জ্বেলে উঠতে পারে শাারমিনের জীবন প্রদীপ।দয়া করলে মামা রায়হান‘র বিকাশ নং ০১৯১১-৫৩৬১৪৬ যোগাযোগ করুন।