শনিবার ● ৫ আগস্ট ২০১৭
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » পাইকগাছায় ২৫ হাজার শিশুকে খাওয়ানো হলো ভিটামিন “এ” প্লাস
পাইকগাছায় ২৫ হাজার শিশুকে খাওয়ানো হলো ভিটামিন “এ” প্লাস
আফরা নাজলীন ॥
পাইকগাছায় ২৫ হাজার শিশুকে ভিটামিন “এ” প্লাস খাওয়ানো হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ২৫৯টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ২ হাজার ৮১৫ ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২১ হাজার ৭১০ জন শিশুকে ভিটামিন “এ” প্লাস খাওয়ানো হয়। সকালে টাউন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র শিকারী, সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহীদুল্লাহ, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, শিক্ষক আব্দুল কুদ্দুস, হারান চন্দ্র ঢালী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রিমা মন্ডল, টিকাদানকারী ইমদাদুল হক, ইপিআই শাহ আলম ঢালী, মুজিবর রহমান বুলি, অভিভাবক উর্মি রায়, পপি রানী, চায়না রানী ও শিশু রাইমা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।