রবিবার ● ৬ আগস্ট ২০১৭
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » নানা আয়োজনে দাকোপে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত
নানা আয়োজনে দাকোপে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত
দাকোপ প্রতিনিধি
“মাতৃদুগ্ধপান টেকসই করতে আসুন ঐক্যবদ্ধ হই” এই স্লোগানকে সামনে রেখে দাকোপে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০১৭ পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দাকোপ উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর এবং নবযাত্রা প্রকল্প ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর যৌথ আয়োজনে গতকাল রবিবার সকাল ১০ টায় একটি বর্ণাঢ্য র্যালী চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মারুফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা, নবযাত্রা প্রকল্পের কো-অডিনেটর মাহাবুবুর রহমান, দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আজগর হোসেন ছাব্বির। বক্তৃতা করেন শিবপদ পোদ্দার, এনায়েত হোসেন, কমিশনার আব্দুল গফুর সানা, রোস্তম আলী খান, দেবাশিষ ঢালী, আইয়ুব আলী কাজী, জামিলা বেগম বেবী, এনায়েত হোসেন, আব্দুর রহমান প্রমুখ। সভাটি পরিচালনা করেন নবযাত্রা প্রকল্পের নাজনীন আরা। সভা শেষে দিবসের উপর মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।