সোমবার ● ৭ আগস্ট ২০১৭
প্রথম পাতা » নারী ও শিশু » পাইকগাছায় বাল্যবিবাহ ও যৌন হয়রানিকে শত শত শিক্ষার্থীর লালকার্ড প্রদর্শন
পাইকগাছায় বাল্যবিবাহ ও যৌন হয়রানিকে শত শত শিক্ষার্থীর লালকার্ড প্রদর্শন
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় বাল্যবিবাহ ও যৌন হয়রানিকে লালকার্ড দেখিয়েছেন শত শত শিক্ষার্থী। রোববার সকালে সোলাদানা মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে বাল্যবিবাহ প্রতিরোধে আয়োজিত প্রচারাভিযান অনুষ্ঠানে ইউনিয়নের ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী বাল্যবিবাহ ও যৌন হয়রানিকে না জানিয়ে লালকার্ড দেখান। উপজেলা পরিষদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)র সহযোগিতায় আয়োজিত বাল্যবিবাহ প্রতিরোধে প্রচারাভিযান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, জাইকা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আসমাউল হুসনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, প্রধান শিক্ষক বিরেন্দ্র কিশোর মন্ডল, মোতাহার হোসেন, ইউপি সদস্য আবুল কাশেম, নাছিমা খাতুন, সহকারী শিক্ষক সমরেশ চন্দ্র ঢালী। বক্তব্য রাখেন, শিক্ষক আব্দুল গফুর, সাংবাদিক ইমদাদুল হক, শিক্ষার্থী তুষার মন্ডল, তৌফিক আহম্মেদ, শান্তি সানা ও নন্দিতা রানী মন্ডল। অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য র্যালী ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। অনুষ্ঠানে সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়, চারবান্ধা মাধ্যমিক বিদ্যালয় ও এসএম মাজেদ নিু মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।