মঙ্গলবার ● ৮ আগস্ট ২০১৭
প্রথম পাতা » কৃষি » আশাশুনিতে বৃক্ষ রোপন আন্দোলন ও ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন
আশাশুনিতে বৃক্ষ রোপন আন্দোলন ও ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন
আহসান হাবিব, আশাশুনি: আশাশুনিতে ৩ দিন ব্যাপী বৃক্ষ রোপন আন্দোলন ও ফলদ বৃক্ষ মেলা’১৭ উদ্বোধনী অনুষ্ঠান সহ র্যালী করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা ফলদ বৃক্ষ মেলা বাস্তবায়ন কমিটি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়েই উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র কৃষি অফিসে আলোচনা সভায় মিলিত হয়। ‘কৃষিই সমৃদ্ধি’ স্বাস্থ্য, পুষ্টি অর্থ চাই, দেশী ফলের গাছ লাগাই’ এ প্রতিপদ্য বিষয়কে সামনে রেখে উপসহকারি কৃষি কর্মকর্তা দীপক কুমার মল্লিকের উপস্থাপনায় আলোচনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা সামিউর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন ঘোষনা পূর্বক বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। তিনি বলেন, আমাদের প্রত্যেককে গাছের প্রতি যতœবান হতে হবে। নিজে গাছ লাগাতে হবে, অন্যকেও গাছ লাাতে উদ্বুদ্ধ করতে হবে, তবেই দূষণমুক্ত ফল খাওয়া যাবে। যুব সমাজকেই গাছ লাগানোতে এগিয়ে আসতে হবে। অত্যান্ত দুঃখের বিষয়, কেহ গাছ লাগালে বাহবা তো দূরে থাক, বরং তাকে তিরষ্কার করি। তিনি বর্তমান মৌসুমে প্রত্যেক ব্যক্তিকে কমপক্ষে ২ টি করে গাছ লাানোর আহবান জানান। প্রধান অতিথি পয়ঃনিষ্কাশন সুগম রাখতে প্রয়োজনে কমিটি করে তাদের সহযোগীতা নেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের আহবান জানান। সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুতানা বলেন, অন্যান্য উপজেলার তুলনায় আশাশুনিতে মৎস্য চাষ হওয়ায় বৃক্ষরাজি কম থাকলেও, গাছ ক্রয় করা বা রোপন করা দেখে বুঝা যায় এ উপজেলার মানুষ বৃক্ষ প্রেমিক। তিনি রাস্তার ধারে তাল গাছ রোপন করার জন্য প্রচুর তালের আটি প্রয়োজন। এ জন্য কোন তালের আটি নষ্ট না করে উপজেলা বন বিভাগে জমা দেয়ার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, মহিলা বিষয় কর্মকর্তা ফাতেমা জোহরা, সমবায় অফিসার আনছারুল আজাদ, ওসি (তদন্ত) আখারুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মাওঃ জিএম মুজিবুর রহমান, জেলা মৎস্যজীবি সমিতির সভাপতি রফিকুল ইসলাম, কৃষকলীগ’র আহবায়ক সেলিম রেজা সহ কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ, কৃষক, নার্সারী ও স্টল মালিক ও সাংবাদিকবৃন্দ। ৩ দিন ব্যাপী বৃক্ষমেলায় ৩২ টি স্টল প্রদর্শিত হয়েছে।