মঙ্গলবার ● ৮ আগস্ট ২০১৭
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছা উপজেলা প্রশাসনের জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা প্রশাসনের জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি’র সিনিয়র সহকারী পরিচালক কামাল উদ্দীন, ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, প্রাক্তন অধ্যক্ষ লুৎফর রহমান, রমেন্দ্রনাথ সরকার, ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, প্যানেল মেয়র আসমা আহম্মেদ, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জাহিদ ইকবাল, সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু, প্রাক্তন অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল গফফার, অজিত কুমার সরকার, আশুতোষ কুমার মন্ডল, রবীন্দ্রনাথ রায়, নূরুজ্জামান, রেজাউল ইসলাম, সাংবাদিক আব্দুল আজিজ, ইমদাদুল হক, প্রভাষক ময়নুল ইসলাম, রেবা আক্তার কুসুম, যুবলীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্ত, মাওঃ শহিদুল ইসলাম, শামছুদ্দীন, রইসুল ইসলাম, নবলোক প্রতিনিধি ময়নুদ্দীন শেখ ও উত্তরণ প্রতিনিধি লোকমান হোসেন। সভার শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্ট নিহত সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।