মঙ্গলবার ● ৮ আগস্ট ২০১৭
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে র্যালী ও আলোচনা সভা
পাইকগাছায় বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে র্যালী ও আলোচনা সভা
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে প্রচারাভিযানের অংশহিসাবে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)র সহযোগিতায় মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্য র্যালী শেষে দেলুটির দারুণমল্লিক ডি এইচ কে মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন। বিশেষ অতিথি ছিলেন, জাইকা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আসমাউল হুসনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন। বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি পলাশ রায়, প্রধান শিক্ষক কুমুদ রঞ্জন ঢালী, গোপাল চন্দ্র মন্ডল, নিত্যনন্দ মন্ডল, ইউপি সদস্য নিরাপদ দফাদার, আশিষ হালদার, চঞ্চলা মন্ডল, ডালিম রায়, আ’লীগনেতা নলিনাক্ষ নাথ বৈদ্য, তরুণ কান্তি সরকার, রাম টিকাদার, স্বরদিন্দ মজুমদার, শিক্ষার্থী তমা রায় ও সুমন্ডল বিশ্বাস। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী বাল্যবিবাহ ও যৌন হয়রানিকে লালকার্ড প্রদর্শন করেন।