বুধবার ● ৯ আগস্ট ২০১৭
প্রথম পাতা » শিক্ষা » সাতক্ষীরা লাবসার খেজুরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা, ভালো নেই রবীন্দ্রনাথ ভবন
সাতক্ষীরা লাবসার খেজুরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা, ভালো নেই রবীন্দ্রনাথ ভবন
ইমন হোসেন, (বিনেরপোতা) সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নে অবস্থিত খেজুরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে দুটি ভবন ৷ ভবন দুটির নামকরণ করা হয় রবীন্দ্রনাথ ভবন ও কাজী নজরুল ভবন ৷ তবে ভালো নেই রবীন্দ্রনাথ ভবন যার অবস্থা খুবই বিপদ জনক ৷ রবীন্দ্রনাথ ভবনটি নির্মান করা হয় ১৯৯৪ সালে, কিন্তু বর্তমানে রবীন্দ্রনাথ ভবনের ছাদের প্লাস্টার খসে খসে পড়েছে, এবং দেয়াল ও ভেঙে পড়ছে। যেখানে প্রাথমিক শিক্ষা দান করা হয় সেই ভবনটি যদি এমন বেহাল দশা হয় তাহলে সেখানে পাঠদান ব্যাহত হওয়াই স্বাভাবিক।
বিদ্যালয় সূত্র জানায়, বিদ্যালয়ে রয়েছেন ৭ জন শিক্ষক এবং ২১৪ জন শিক্ষার্থী ৷ কিন্তু নেই পর্যাপ্ত শ্রেণিকক্ষ। এছাড়া রবীন্দ্রনাথ ভবনের পিলার, দেয়াল ও ছাদ খসে পড়ছে যে কারনে ভয়ে অনেক আগেই শিক্ষার্থীদের সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ ৷ এজন্য এখন রবীন্দ্রনাথের ক্লাস চলছে কাজী নজরুলের ২টি কক্ষে এবং বারান্দায়। উক্ত স্কুলের পঞ্চম শ্রেনীর ছাত্র জুবায়ের হোসেন (লাবিব) বলেন , আমরা বৃষ্টি হলে বারান্দায় বসে ঠিকমত ক্লাস করতে পারছি না ৷ এই বিষয়ে খেজুরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবা সরকার জানান, ভবন ধসের ভয়ে আমরা অনেক আগেই ঝুঁকিপূর্ণ রবীন্দ্রনাথ ভবনে ক্লাস নেওয়া বন্ধ করেছি। তবে, ঝুঁকির মধ্যেও রবীন্দ্রনাথ ভবনের একটি কক্ষ শিক্ষকদের বসার জন্য ব্যবহার করা হচ্ছে। এছাড়া তিনি এ ব্যাপারে নতুন ভবন নির্মাণে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন ৷