শুক্রবার ● ১১ আগস্ট ২০১৭
প্রথম পাতা » সর্বশেষ » কেশবপুরে নারী নির্যাতন মামলা তুলে নিতে বাদিকে হুমকী ॥ থানায় জিডি
কেশবপুরে নারী নির্যাতন মামলা তুলে নিতে বাদিকে হুমকী ॥ থানায় জিডি
কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুরে নারী নির্যাতন মামলা তুলে নিতে বাদিকে হুমকীর ঘটনায় থানায় জিডি হয়েছে।
কেশবপুর থানায় জিডি সূত্রে জানা গেছে, উপজেলার জাহানপুর গ্রামের মনিন্দ্র দাসের কন্যা রনজিতা দাসের সাথে ৫ বছর পূর্বে একই উপজেলার মাগুরখালী গ্রামের হাজু দাসের পূত্র সঞ্জয় দাসের বিবাহ হয়। বর্তমানে তাদের সুচিত্রা দাস নামে ৩ বছর বয়সের একটি কন্যা সন্তান রয়েছে। কিন্তু সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে এবং যৌত্যুকের দাবিতে স্বামী সঞ্জয় দাস, শ্বশুর হাজু দাস, শ্বশুড়ি আসমা দাস প্রায়ই রনজিতা দাসের উপর অমানুষিক নির্যাতন চালাত। কন্যার উপর নির্যাতনের ঘটনায় পিতা মনিন্দ্র দাস তাদের বর্তমান ঠিকানা কারণে মাগুরা জেলার মোহাম্মদপুর থানায় একটি মামলা করে যার নং ১০, তারিখ ২৪-০৩-২০১৭। এদিকে মনিন্দ্র দাস তাঁর স্থায়ী ঠিকানা কেশবপুর উপজেলার জাহানপুরে আসলে গত শনিবার বিকালে বাড়ির সমানে এসে সঞ্জয় দাস, হাজু দাস, আসমা দাস ও ভগিরথ দাস অকথ্য ভাষায় গালিগালাজ করে মামলা প্রত্যাহারের জন্য চাঁপ প্রয়োগ করতে থাকে এবং মামলা প্রত্যাহার না করলে জীবন নাশের হুমকী প্রদান করে চলে যায়। এঘটনায় মনিন্দ্র দাস বৃহস্পতিবার কেশবপুর থানায় এটি জিডি করেছেন। যার নং ৩৯৭, তারিখ ১০-০৮-২০১৭।