বৃহস্পতিবার ● ১৭ আগস্ট ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » খুলনা জেলা প্রশাসক দাকোপে তালবীজ রোপনের উদ্বোধন করেন
খুলনা জেলা প্রশাসক দাকোপে তালবীজ রোপনের উদ্বোধন করেন
দাকোপ প্রতিনিধি
প্রধানমন্ত্রীর নির্দেশনায় বজ্্রপাতের ঝুঁকি হ্রাসে কাবিটার অর্থায়নে নির্মিত রাস্তার পাশে তালবীজ রোপনের কার্যক্রমের অংশ হিসেবে দাকোপ উপজলোর পানখালী ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে তালবীজ রোপন কার্যক্রমের উদ্বোধন করেছেন খুলনা জেলা প্রশাসক আমিন উল আহসান।
উপজলো দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্ত’র আয়োজনে গতকাল বৃহস্পতবিার সকাল ১০টায় পানখালী গ্রামে উপজেলা নির্বাহী অফিসার মারুফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। স্বাগত বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা শেখ আব্দুল কাদের । অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) পারভীন সুলতানা, নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকির হোসেন, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, ওসি তদন্ত রোকেয়া খানম, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, ইউপি চেয়ারম্যান রঘুনাথ রায়, ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান রনজিৎ মন্ডল, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, ইউপি চেয়ারম্যান সরোজিত রায়, উপজেলা কৃষি অফিসার মোছাদ্দেক হোসেন প্রমুখ। সুত্রে জানা যায় উপজেলার ৯টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার প্রতিটি রাস্তার পাশে সর্বমোট প্রায় এক লাখ তালের বীজ রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারন করে কার্যক্রম শুরু করা হয়েছে। এরপর বেলা ১২টায় নবাগত খুলনা জেলা প্রশাসক দাকোপ উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, সুধীজন ও সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।