বৃহস্পতিবার ● ১৭ আগস্ট ২০১৭
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় দূর্নীতির বিরুদ্ধে শত শত শিক্ষার্থীর শপথ গ্রহণ
পাইকগাছায় দূর্নীতির বিরুদ্ধে শত শত শিক্ষার্থীর শপথ গ্রহণ
এস ডব্লিউ নিউজ ॥
দূর্নীতিকে না জানিয়ে দূর্নীতির বিরুদ্ধে শপথ নিয়েছেন পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী। বৃহস্পতিবার সকালে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত সততা ষ্টোর এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত শত শত শিক্ষার্থী দূর্নীতির বিরুদ্ধে শপথ নেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরী, দূর্নীতি দমন কমিশন খুলনার উপ-সহকারী পরিচালক মোশারফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ্যাডঃ শেখ লোকমান হোসেন, সহ-সভাপতি উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, সদস্য ও সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, প্রভাষক ময়নুল ইসলাম, জামিনুর ইসলাম, নিজাম উদ্দীন। শিক্ষক আব্দুল ওহাব এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিক্ষক পঞ্চানন সরকার, অরবিন্দ হাজরা, ফজলুল আজম, প্রণব বিশ্বাস, রোকনুজ্জামান, দিপংকর ফৌজদার, আনন্দ মন্ডল, শিক্ষার্থী কামরুন নাহার মুনমুন, পূজা বসু, নাফিসা আনজুম হৃদি, ফারহানা, আয়শা আক্তার বীথি ও তাসমিয়া ইসলাম চাঁদনী। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিক্রেতা ছাড়ায় সততা ষ্টোর থেকে শিক্ষার্থীরা নগদ মূল্যে বিভিন্ন পন্য ক্রয় করেন।