রবিবার ● ২০ আগস্ট ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাগুরায় বণ্যার্তদের জন্য ত্রান সংগ্রহ
মাগুরায় বণ্যার্তদের জন্য ত্রান সংগ্রহ
মাগুরা প্রতিনিধি :
বন্যার্ত মানুষের সহায়তায় মাগুরায় ত্রান সংগ্রহ করছে বিভিন্ন কলেজের ছাত্রদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন আলোকবিন্দু ও ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) নামে দুটি সংগঠন।
গতকাল রবিবার তারা জেলা প্রশাসক এর দপ্তরে ত্রাণ সংগ্রহ করতে গেলে জেলা প্রশাসক আতিকুর রহমান তার ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণ কার্যক্রমে সহায়তা দেন। এ সময় তিনি এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সকলকে নিজ নিজ অবস্থান থেকে বণ্যার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান। এর আগে শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রী ও শিক্ষকদের কাছ থেকে ত্রাণ সংগ্রহ করে সংগঠনটি। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ইংরেজী বিভাগের প্রধান আবু সাঈদ মোল্যা, জাগো মাগুরার সদস্য সচিব বারিক আনজাম বার্কি, আলোকবিন্দুর সভাপতি মেহেদী হাসান তুহিন, ভিবিডির সভাপতি শাহরিয়ার ওয়াহিদ শাওনসহ সংস্থার সদস্যবৃন্দ। রবিবার দিনব্যাপী শহরের বিভিন্ন রুট ভাগ করে ত্রান সংগ্রহ করা হয়।