রবিবার ● ২০ আগস্ট ২০১৭
প্রথম পাতা » শিক্ষা » মাগুরায় গার্ল গাইডের দিনব্যাপী প্রশিক্ষণ
মাগুরায় গার্ল গাইডের দিনব্যাপী প্রশিক্ষণ
মাগুরা প্রতিনিধি :
বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশন খুলনা অঞ্চল কর্তৃক আয়োজিত দিনব্যাপী গাইড গাইডার কোর্স প্রশিক্ষণ গতকাল রবিবার দিনব্যাপী মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক লিপিকা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মো: আতিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় কমিশনার রিজিয়া বেগম ও মোছা: রোখসানা খানম।
প্রশিক্ষণে জেলার ৪ উপজেলার বিভিন্ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ৪৮ জন গার্ল গাইড শিক্ষক অংশ গ্রহণ করেন। বক্তারা ছাত্রীদের নৈতিক, সামাজিক ও মানবিক মূল্যবোধ সৃষ্টিতে গার্ল গাইডের প্রয়োজনীয়তা ও করনীয় নিয়ে আলোচনা করেন। এ সময় গাইড শিক্ষকদের বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ দেন খুলনা বিভাগীয় প্রশিক্ষক কাজী শামিম আরা ও শিরিন গুলশান আরা।