রবিবার ● ২০ আগস্ট ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » আগুন সন্ত্রাস করে মানুষ পোড়ানোয় দেশের জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে
আগুন সন্ত্রাস করে মানুষ পোড়ানোয় দেশের জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে
-যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
মাগুরা প্রতিনিধি :
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিককদার এমপি বলেছেন, বিএনপির গায়ে এখন মানুষ পোড়ার গন্ধ। তাদের আর কোন রাজনীতি নেই। ২০১৪ সালের ৫ জানুয়ারীর জাতীয় নির্বাচনের আগে বিএনপি আগুন সন্ত্রাস করে মানুষ পোড়ানোয় দেশের জনগণ তাদের (বিএনপি) থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মানুষের কাছে এখন বিএনপির আর বলার মত কিছু না থাকায় তারা এখন সুপ্রিক কোর্টের একটি রায় নিয়ে কথা বলছে। তিনি শনিবার দুপুরে শালিখা উপজেলার ছয়ঘরিয়া এ.বি.এস ফাজিল মাদ্রাসা কৃর্তক আয়োজিত বঙ্গবন্ধুর ৪২ তম সাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সভায় জেলা পরিষদের সদস্য ও মাদ্রাসা পরিচালনা পরিষদের সহ-সভাপতি আবুল কাশেম মীনা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন শালিখা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আফসার উদ্দিন বিশ^াস, ছয়ঘরিয়া এ.বি.এস মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মো. ফরিদুল ইসলাম, শালিখা উপজেলা যুবলীগের আহবায়ক মুজিবুর রহমান বিশ^াস, মহম্মদপুর উপজেলা যুবলীগের আহবায়ক বিপ্লব রেজা বিকোসহ অন্যান্যরা।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর মত মহামানবের জন্ম না হলে আমরা স্বাধীনতা পেতাম না, বাংলাদেশ পেতেম না, পৃথিবীর মাঝে বাঙ্গালী হিসেবে পরিচয় দিতে পারতাম না, জাতী সংঘের সামনে বাংলাদেশের পতকা উড়ত না। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে প্রথম ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষার ব্যাপক উন্নয়ন করেছে। ১৫ আগষ্টে বঙ্গবন্ধুসহ সাহাদত বরণ তার পরিবারের অন্যান্য সদস্যদে আত্মার মাগফিরাত কামনা করে প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের যে মহাসড়কে উন্নিত করেছেন, সেই উন্নয়নের অগ্রযাত্রা আমাদের অব্যাহত রাখতে হবে। এ জন্য তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে ২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহবান জানান।