রবিবার ● ২০ আগস্ট ২০১৭
প্রথম পাতা » বিবিধ » দাকোপে নবযাত্রা প্রকল্পের মালামাল তৈরীতে অনিয়ম দূর্নীতির অভিযোগ
দাকোপে নবযাত্রা প্রকল্পের মালামাল তৈরীতে অনিয়ম দূর্নীতির অভিযোগ
দাকোপ প্রতিনিধি
দাকোপে বেসরকারী সংস্থা ওয়ার্ল্ড ভিশনের নবযাত্রা ওয়াশ প্রকল্পের আওতায় ৪ টি ইউনিয়নের জন্য বরাদ্দকৃত রিং স্লাব নির্মানে নি¤œ মালের মালামাল ব্যবহার ও কিছু অনিয়ম দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি স্বীকার করে নি¤œ মানের মাল বাতিল করে গুনগত মান নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবী করা হয়েছে।
দাকোপের পানখালী তিলডাঙ্গা দাকোপ ও বাজুয়া এই ৪ টি ইউনিয়নে ওয়ার্ল্ড ভিশন নবযাত্রা ওয়াশ প্রকল্পের আওতায় ৬৬০ টি পরিবারে রিং স্লাব প্রদানের কর্মসূচী বাস্তবায়নের কাজ চলমান আছে। প্রত্যেকটি সেটে ৬ টি রিংয়ের সাথে ২ টি করে স্লাব দেওয়া হবে বলে জানা গেছে। খুলনার এ সামাদ ট্রেডার্স নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান রিং স্লাব নির্মানের কাজ পায়। সংশ্লিষ্ট এলাকাবাসী সুত্রে প্রাপ্ত অভিযোগে জানা যায়, শুরুতেই নি¤œ মানের মালামাল ব্যবহার করে রিং স্লাব তৈরী করা হয়। সুত্র মতে মালামাল তৈরীতে নি¤œ মানের খোয়া ও ধুলাবালির ব্যবহার, জি আই তারের মান ও সিমেন্ট ব্যবহার নিয়ে আছে অভিযোগ। বিষয়টি নিয়ে এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে এনজিওটির কর্মকর্তারা সরেজমিন তদন্তে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে তৈরীকৃত রিং স্লাব গ্রহন না করার কথা জানায়। তিলডাঙ্গা ইউনিয়নের জনৈক অরেঞ্জ গাজী অভিযোগের এক পর্যায়ে বলেন আপনারা প্রয়োজনে এসে মালামাল পরীক্ষা করলে দেখতে পারবেন মান কতটা খারাপ। এমন অভিযোগ আরো অনেকের। এ ব্যাপারী ঠিকাদার ওয়াহেদুজ্জামান বাবুর নিকট জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, দাকোপে অন্য কোন দপ্তরে এত ভাল কাজ হচ্ছে বলে আমার মনে হয়না। প্রকল্পের ওয়াশ অফিসার পার্থ রায় বলেন, প্রথম দিকে কিছু মালামালে ত্রুটি ছিল যে গুলো আমরা গ্রহন করিনি। ওই প্রকল্পের প্রকৌশলী পরিতোষ চন্দ্র রায় অভিযোগ আংশিক স্বীকার করে বলেন, আমাদের নিয়ম আছে প্রত্যেকটিতে ১২ টি করে তার ব্যবহার করতে হবে, কিন্তু সরেজমিন গিয়ে আমরা ১২ টির স্থলে ৮-১০ টি করে তারের ব্যবহার পেয়ে তাৎক্ষনিক ওই মালামাল বাতিল করে দেয়। বর্তমানে যে মালামাল তৈরী হচ্ছে তার গুনগত মান নিশ্চিত আছে এমন দাবী তার।