রবিবার ● ২০ আগস্ট ২০১৭
প্রথম পাতা » বিবিধ » কেশবপুরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ ১০ টি সড়ক চলাচলের অনুপযোগি
কেশবপুরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ ১০ টি সড়ক চলাচলের অনুপযোগি
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
যশোরের কেশবপুরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ ১০ টি সড়ক চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। জরুরী ভিত্তিতে সংস্কার করা না হলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়বে।
জানাগেছে, কেশবপুর উপজেলার মধ্য দিয়ে প্রবাহমান হরিহর, ভদ্রা ও আপার ভদ্রা নদী দীর্ঘ বছর যাবৎ খনন না করায় পলি পড়ে নদীগুলি ভরাট হয়ে গেছে। বর্ষা মৌসুমে পানি নিষ্কাশিত না হওয়ায় গত বছরের ন্যায় চলতি বছরেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অধিকাংশ সড়কের উপর পানি উঠে যাওয়ায় পানির মধ্য দিয়ে ভারী যানবাহন চলাচল করে সড়ক গুলি ক্ষত-বিক্ষত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিশেষ করে কেশবপুর-সাগরদাঁড়ি সড়ক, কেশবপুর-মণিরামপুর সড়ক, কেশবপুর-চুকনগর সড়ক, কেশবপুর-পাজিয়া সড়ক, কেশবপুর-বড়েঙ্গা সড়ক, কেশবপুর-চিংড়া সড়ক, কেশবপুর ভান্ডারখোলা সড়ক, কেশবপুর বায়সা ভায়া সাবদিয়া সড়ক, কলাগাছি-চুকনগর সড়ক ও কেশবপুর আলতাপোল সড়ক চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। কেশবপুর-মণিরামপুর সড়ক, কেশবপুর-পাঁজিয়া সড়ক ও কেশবপুর-বড়েঙ্গা সড়ক ছাড়া বাকী সড়ক গুলি থেকে পানি নেমে যাওয়ায় বর্তমানে ভয়াভহ আকার ধারণ করেছে। সড়কগুলির যে যে অংশে পানি ছিল সে সে অংশে পীচ ও খোয় উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যার ফলে যানবাহন ও পথচারীদের চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। গর্তের মধ্যে পড়ে প্রতিনিয়ত অনেক যানবাহান উল্টে যানজটের সৃষ্টি হচ্ছে। অনেক সড়ক দিয়ে পায়ে হেটে চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। জরুরী ভিত্তিতে সড়কগুলি সংস্কার না করা হলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়বে। অবিলম্বে জরুরী ভিত্তিতে ঐ ১০ টি সড়ক-সহ জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ সড়কগুলি সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগি এলাকাবাসি।