মঙ্গলবার ● ২২ আগস্ট ২০১৭
প্রথম পাতা » শিক্ষা » আশাশুনি প্রাথমিক বিদ্যালয়ে কার্যকরী মডেল বিদ্যালয়ের পরিকল্পনা সভা অনুষ্ঠিত
আশাশুনি প্রাথমিক বিদ্যালয়ে কার্যকরী মডেল বিদ্যালয়ের পরিকল্পনা সভা অনুষ্ঠিত
আহসান হাবিব, আশাশুনি: আশাশুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কার্যকরী মডেল বিদ্যালয়ের পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩ টার সময় স্কুলের হল রুমে ইউনিসেফ’র অর্থায়নে কার্যকরী মডেল বিদ্যালয়ের পরিকল্পনা (সেফ) এর আওতাভূক্ত উপজেলা শিক্ষা অফিসের সার্বিক তত্ত্বাবধানে আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন এসএমসি সভাপতি আব্দুল্লাহেল বাকী বাচ্চু। ২০১৬-১৭ অর্থ বছরে পরিকল্পনা সভায় প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার মন্ডলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সামছুন্নাহার। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, সদর ইউপি চেয়ারম্যান সম সেলিম রেজা মিলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, সহকারি শিক্ষা অফিসার আব্দুর রাকিব, মফঃস্বল সাংবাদিক ফোরামের আহবায়ক এসএম আহসান হাবিব, পরিদর্শক ইয়াহিয়া ইকবাল, জহরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, এসএমসি সদস্য মুহাম্মদ মিলন, রেহেনা খাতুন, সাংবাদিক আকাশ হোসেন, যুবলীগ নেতা পরেশ অধিকারি, সহকারি শিক্ষক মীরা রানী মুখার্জী, শাহিনা সুলতানা, মোস্তাফিজুর রহমান, ইদ্রিস আলী, মুর্শিদা পারভীন, শরিফুল ইসলাম, মরিয়ম খানম, কৃষ্ণা দেবনাথ, সান্তনা নাছরিন, আফরোজা, সালমা খাতুন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্টেক হোল্ডারবন্দ। সভায় স্কুলের অবকাঠামো উন্নয়নে মডেল বিদ্যালয়ের আওতাভূক্ত বিভিন্ন পরিকল্পনা আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।